শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জীবনসঙ্গীকে অবশ্যই নারীবাদী হতে হবে: বাঁধন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

জীবনসঙ্গীকে অবশ্যই নারীবাদী হতে হবে: বাঁধন

২০১৪ সালে ব্যবসায়ী মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিচ্ছেদের পর গত এক দশকেরও বেশি সময় ধরে সিঙ্গেল রয়েছেন  তিনি। দীর্ঘসময় ধরে সিঙ্গেল থাকলেও নতুন কোনো সম্পর্কে জড়াননি অভিনেত্রী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ চান তা জানিয়েছেন বাঁধন। অভিনেত্রী বলেন, ‘তাকে আমার সঙ্গী হতে হবে, রক্ষক না। তার আমাকে রক্ষা করতে হবে না, সে শুধু আমার জীবনসঙ্গী হতে পারবে।’


বিজ্ঞাপন


অভিনেত্রী যোগ করেন, ‘আমার জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট (নারীবাদী) হতে হবে। কারণ, এই বয়সে এসে বুঝানোর সময় নাই, আমি কেনো ফেমিনিস্ট বা কি চাই। তাকে অবশ্যই আমার চিন্তাভাবনার সঙ্গে মিলতে হবে।’

Azmeri_w

তবে অভিনেত্রীর মেয়ে সায়রা চায়- মায়ের জীবনে উপযুক্ত একজন জীবনসঙ্গী আসুক। বাঁধনের ভাষ্য, ‘আমার মেয়ে তো এখন বড় হয়েছে। মায়ের সবকিছুই একা করতে হয়, কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়- ও বুঝছে। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।’


বিজ্ঞাপন


এর আগে মেয়ের এমন আবদার বাঁধন আদৌ পূরণ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছিলেন, ‘আসলে অতীতে এত ভয় পেয়েছি, আমার ওপর দিয়ে এত ট্রমা গেছে এখনও ভয় কাটেনি। আমার মতো করে যে আমাকে বুঝবে, ভবিষ্যতে সে-ই আমার পথচলার সঙ্গী হবে।’  
 
ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর