রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আজ আমি এতিম, আমার আর কেউ থাকল না: মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ১০:১১ এএম

শেয়ার করুন:

আজ আমি এতিম, আমার আর কেউ থাকল না:  মিষ্টি জান্নাত

গত ৩০ জুলাই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। সেদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুর বিষয়টি নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই তাঁর বাবা শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। বাবার মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। 

আজ শনিবার (২ আগস্ট) বাবার মৃত্যুর তিনদিন পর সামাজিকমাধ্যমেও অভিনেত্রী এক আবেগঘন পোস্টে লিখেছেন, ‘আজ এতিম আমি। কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না। কেউ বলবে না যে বাবু তুমি কই! আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে সারাদিন-রাত দেখার ব‍্যাস্হতা নেই। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।’

misty_jannta_father

তিনি আরও লিখেছেন, ‘আমি,আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা যারা পাশে ছিলেন সবার কথা স্মরণ থাকবে। বাবা নাই এটা একটা দুঃস্বপ্ন হতে পারে না। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম।’

অভিনেত্রীর বাবার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।  

এর আগে গত ৩০ জুলাই একটি পোস্টে মিষ্টি জান্নাত লিখেছিলেন, দীর্ঘদিন ধরেই তাঁর বাবা অসুস্থ। মঙ্গলবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাঁর বাবাকে। সে সময় একটি পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, ‘আব্বুর জন্য দোয়া করবেন। আব্বুর অবস্থা ভালো না।’ 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর