কাজের মাধ্যমে না পারলেও ব্যক্তিগত কারণে আলোচনায় থাকেন মিষ্টি জান্নাত। যদিও এতে প্রশংসার চেয়ে কটাক্ষের স্বীকার হন বেশি। এই যেমন দুবাই সফর নিয়ে সমালোচিত হচ্ছেন তিনি। এতে চটে ১২৭ জনের বিরুদ্ধে দিয়েছেন আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি।
নিজের ফেসবুকে মিষ্টি জান্নাত লেখেন, ‘কিছু পেজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নাম, ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারী। এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সাথে কিছু সো-কলড ফেইসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ্যান - ফলোয়ার, পরিবার কাজ করছেন।’

আরও লিখেছেন, ‘অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পিছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সেগুলোর কোনোটাই আলোচনায় আসেনি।

