রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাচ ভেঙে রক্তাক্ত শাহরুখের মুখ!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ০৪:৪৯ পিএম

শেয়ার করুন:

কাচ ভেঙে রক্তাক্ত শাহরুখের মুখ!

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই বলিউড বাদশা শাহরুখ খানের। তা আরও একবার প্রমাণ করলেন তিনি। তবে রুপালি পর্দায় নয়। এবার একটি জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপের সাদা-কালো বিজ্ঞাপনে দেখে গেছে শাহরুখকে। বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে অভিনেতার কঠোর পরিশ্রম, ক্যারিয়ার এবং কিংবদন্তি হয়ে ওঠার পথ চলাকে। 

গত মঙ্গলবার (১৫ জুলাই) বিজ্ঞাপনের ভিডিওটি প্রকাশ করা হয়। যেখানে দেখে গেছে অস্কার জয়ী সংগীত পরিচালক এ আর রহমান, ভারতীয় বক্সার মেরি কম, ক্রিকেটার জসপ্রীত বুমরাহ-কেও। চার তারকার অতীত ও বর্তমান প্রজন্মের ঝলক মিশে তৈরি হয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। 


বিজ্ঞাপন


বিজ্ঞাপনের শুরুতে দেখা গেছে, নিজের স্বরূপে রাজাসনে বসে আছেন শাহরুখ। চারপাশে টিভি স্ক্রিনে চলছে তাঁরই জনপ্রিয় ছবির দৃশ্য। তারপরই একে একে সামনে আসেন এ আর রহমান, মেরি কম এবং বুমরাহ। বিজ্ঞাপনের এক পর্যায় দেখা যায় নিজের শরীরচর্চায় ব্যস্ত বলিউড বাদশা। আরেক দৃশ্যে দেখা গেছে তিনি নিজেই কাচের ওপর স্টান্ট করছেন। তখনই ঘটে মারান্তক ঘটনা! মাথা দিয়ে কাচ ভাঙতে গিয়ে মুখ রক্তে ভিজে যায়। স্টান্ট করার সময় পড়ে যাচ্ছেন তবুও থামছেন না শাহরুখ।

Shah_Rukh_Khan_Zomato_ad_1752566994710_1752567003711_1752571462459-ezgif.com-avif-to-jpg-converter

এরপরই মন্নতের সামনে ভক্তদের উদ্দেশ্যে চুমু ছুড়ে দিচ্ছেন কিং খান। এই আবেগঘন মুহূর্তও ধরা পড়েছে বিজ্ঞাপনে। একটি পুরনো সাক্ষাৎকারের কয়েক পশলা দৃশ্যও রাখা হয়েছে ওই বিজ্ঞাপনে। যেখানে শাহরুখকে বলতে শোনা যায়, ‘তোমার মধ্যে বিশেষ কিছু না থাকলেও চলবে। যদি তুমি পরিশ্রম করো। পরিশ্রম করলে তুমি বাকিদের থেকে আলাদা হয়ে যাবে।’ 


বিজ্ঞাপন


শাহরুখ ভক্তরা এই বিজ্ঞাপন দেখে উচ্ছ্বসিত। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ‘শাহরুখ খান পরিশ্রম আর সাফল্যের জীবন্ত উদাহরণ।’ অন্য একজন লিখেছেন, ‘একজন ইন্ডাস্ট্রির বহিরাগত থেকে আজ বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর