রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রযোজকের অনীহায় আটকে আছে ‘কবি’, জানালেন পরিচালক

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

প্রযোজকের অনীহায় আটকে আছে শরিফুল রাজের ‘কবি’, জানালেন নির্মাতা কল্লোল

বছর দুই আগে ‘কবি’ সিনেমায় জুটিবদ্ধ হন টলিউড অভিনেত্রী ইধিকা পাল ও ঢালিউড অভিনেতা শরীফুল রাজ। এ সিনেমার গল্প আবর্তিত হয়েছে কলকাতা শহরকে ঘিরে। সিনেমার দৃশ্যধারণ শেষে গত বছরের জুন মাসে প্রকাশ্যে আসে ‘কবি’ র ফার্স্টলুক। শরিফুল রাজের ঝলক নজর কেড়েছিল অনুরাগীদের। ফার্স্টলুক প্রকাশের পর কেটে গেছে বেশ সময়। তবুও আলোর মুখ দেখেনি ‘কবি’।

‘কবি’ ছবি কেন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না? কবে দর্শকরা উপভোগ করতে পারবেন ইধিকা-রাজ জুটির রসায়ন এ বিষয়ে জানতে ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি ঢাকা মেইলকে বলেন, ‘ছবিটা আমি শেষ করেছি এখন প্রযোজকের দিক থেকে কিছু জটিলতা আছে। এজন্য ছবিটা শেষ হয়নি। ডাবিংয়ের কাজ প্রায় শেষ। ভারতের অংশের কিছুটা বাকি রয়েছে। বাংলাদেশ পার্টের ডাবিং শেষ।’

idhika-paul

গতবছর ‘কবি’ ছবির ফার্স্টলুক নজর কেড়েছিল সিনেমাপ্রেমীদের। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবিটি আলোর মুখ দেখেনি। কেন এতো সময়ক্ষেপণ হচ্ছে? এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, ‘প্রযোজকের অনাগ্রহ। প্রডিউসার সহযোগিতা না করায়।’ 

এ সিনেমা নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘সিনেমা নিয়ে প্রত্যাশা থাকে না। আমি সিনেমা বানাই মানুষের দেখার জন্য। নিজে দেখার জন্য তো বানাই না। আমি মৌলিক ছবি বানাতে চাই। ভালো ছবি বানাতে চাই। 

raz

তিনি আরও জানিয়েছেন চলতি বছরেই ছবিটি মুক্তি পাবে। তবে কবে নাগাদ সিনেমা হলে আসবে তা এখনও নিশ্চিত নন। 

বলে রাখা ভালো, এই সিনেমায় মেগাস্টার শাকিব খানের অভিনয়ের কথা ছিল। তবে তিনি সময়ক্ষেপণ করায় পরিচালক শাকিবের স্থলে শরিফুল রাজকে নেন। এ ছবিতে ইধিকা-শরিফুল ছাড়াও অভিনয় করেছেন ঢালিউড অভিনেতা মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাস প্রমুখ।   

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর