প্রিয় তারকাকে ভালোবেসে ভক্তরা কত কিছুই না করেন। প্রিয় তারকার জন্মদিন এলেই লাখ লাখ গাছের চারা রোপন করেন। শহরের অলিতে গলিতে বড় বড় পোস্টার ব্যানার টানান। আবার অনেকেই নিজের শরীরে প্রিয় তারকার ট্যাটু করেন।
তারকাদের প্রতি ভক্তদের ভালোবাসার এরকম উদাহরণ ভুরি ভুরি। এদেরকেই বলে পাগল ভক্ত। এবার দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার ভক্তদের ভালোবাসা দেখল ভারত। অভিনেতার ‘কিংডম’ ছবি মুক্তির আগেই প্রিয় নায়ককে চমক দিলেন অনুরাগীরা। অভিনেতাকে ভালোবেসে হায়দ্রাবাদ শহরে ৭৫ ফুটের আস্ত এক পোস্ট ঝুলিয়েছেন বিজয়ের ভক্তরা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, হায়দ্রাবদের ‘সুদর্শন’ থিয়েটারের সামনে বিজয়ের কাট আউটের বাসিয়েছেন অভিনেতার ভক্তরা। যা দেখতে রীতিমত হুমড়ি খেয়ে পড়েছে দর্শনার্থীরা। অন্যান্য দিনের তুলনায় হলের সামনে জ্যাম বৃদ্ধি পেয়েছে। ৭৫ ফুটের পোস্টারে খালি গায়ে পেশি ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিজয়! চোখে মুখে আক্রমণের ইঙ্গিত! গলায় লম্বা ফুলের মালা। প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আগেই বিজয়ের ৭৫ ফুটের ছবি নিয়েই উন্মাদনা তুঙ্গে।
বলে রাখা ভালো, আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি ‘কিংডম’। ছবিটি পরিচালক গৌতম তিন্নানুড়ি। বিজয় ছাড়াও আরও অভিনয় করেছেন মনীশ চৌধুরী, বাবুরাজ, মহেশ আচন্ত, রাজকুমার কাসিরেড্ডি ,অজিত কোশি।
ইএইচ/

