বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানাকে নিয়ে কম কাসুন্দি ঘাটা হয়নি। মাঝে মাঝেই ডানা মেলেছে তাদের সম্পর্কের গুঞ্জন। যদিও এ নিয়ে মুখ খোলেননি তারা। তবে সে নীরবতাকে অনেকে সম্মতির লক্ষ্ণণ ভেবেছিলেন।
কখনও আবার চাউর হয়েছে সম্পর্ক ভেঙে গেছে বিজয়-রাশমিকার। তবে সম্প্রতি রাশমিকার এক মন্তব্য ভাসিয়ে নিয়ে গেল সব সন্দেহ। অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন বিজয় তার সব।

‘কুবারা’ সিনেমায় অভিনয় করেছেন রাশমিকা। তার সঙ্গে আছেন নাগার্জুন, ধানুষ প্রমুখ। গতকাল রোববার ছিল ছবিটির গান প্রকাশের অনুষ্ঠান। সেখানেই বিজয়কে নিয়ে সহজ স্বীকারোক্তি রাশমিকার।
এক সংবাদকর্মী রাশমিকার কাছে জানতে চান, বিজয় দেবেরাকোন্ডা তার কাছে কী? থমকে যান নায়িকা। যেন দ্বিধা, বলবেন কি বলবেন না। তারপর হেসে বলেন, “আমার সব। আমার সব কিছু নিয়ে উনি আমার!”

প্রেমিককে নিয়ে এমন স্বীকারোক্তি দিয়েই লজ্জায় লাল হয়ে যান অভিনেত্রী। মুখে হাসি এঁকে কোনোমতে সামলেছেন নিজেকে। উপস্থিত যারা ছিলেন তারাও কম যাননি। রাশমিকার কথা শুনে হাততালির ঝড় বইয়ে দিয়েছেন তারা।

