শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মর্মান্তিক ভালোবাসা নিতে পারছি না’, অ্যাওয়ার্ড ইস্যুতে বললেন অ্যাডলফ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

‘মর্মান্তিক ভালোবাসা নিতে পারছি না’, অ্যাওয়ার্ড ইস্যুতে বললেন অ্যাডলফ

সম্প্রতি জনপ্রিয় কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সামাজিকমাধ্যমে ট্রলের ঘটনায় বিরক্ত অ্যাডলফ।  

ট্রলের বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার ছবি ভিডিও দিয়ে নেট দুনিয়া সয়লাব। ভাইরে ভাই, আমাকেই পাইলেন আপনারা। ভালো মন্দ বাস্তব অবাস্তব মনগড়া ক্যাপশন দিয়ে লাখ লাখ ভিডিও বানাচ্ছে সব একের পর এক। পাইলাম স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড। বানিয়ে দিলেন দেশের এক নম্বর সুদর্শন। কেন রে ভাই, সত্যিটাই লিখতেন। এত মর্মান্তিক ভালোবাসা নিতে পারছি না।’ 

524191139_2697788480416496_4405799131857228780_n

সামাজিকমাধ্যমে ট্রল, অন্যদিকে বাবার অসুস্থতার কারণে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। অ্যাডলফের কথায়, ‘এমনিতেই বাবা হসপিটালে, মন ভালো নেই। আমি মানসিকভাবে বিপর্যস্ত, সারাক্ষণ ডিউটি দিতে হচ্ছে! আমি আমার ছবি ভিডিও আর কি দেব। আপনারাই আপলোড দেন। দিয়ে সুখী থাকুন। এত এত পোস্ট আমাকে নিয়ে, দিশেহারা হয়ে গেলাম, আপনারা পারেনও বটে।’ 

অ্যাডলফ খান আরও বলেন, ‘ভাইরাল আর ভিউয়ের বাণিজ্যে আপনারা আমাকে বন্দুকের গুলির মুখে রেখে ভালোই ডলার কামাচ্ছেন। মাঝে মাঝে আমাকেও দিয়েন কিছু। না দিলেও অন্তত কৃতজ্ঞতা দিয়েন। নেগেটিভ উল্টাপাল্টা ক্যাপশন তো আছেই, জামার দাম থেকে শুরু করে, লাখো মেয়ের ক্রাশ, শাহরুখের সঙ্গে তুলনা হয়ে, এখন দেশের এক নম্বর সুদর্শন হিসেবে পুরস্কার প্রাপ্তি!’ 

525692155_1302494871369817_1694062228617179162_n

কনটেন্ট ক্রিয়েটরদে উদ্দেশে তিনি তিনি বলেন, ‘ভালোবাসার বহিঃপ্রকাশ আরও বাস্তবিক, সত্য এবং সুন্দর হতে পারে।’ তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ট্রল করার ঘটনায় কী প্রতিক্রিয়া দেবেন তার ভাষা খুজে পাচ্ছে না তিনি। 

বলে রাখা ভালো, ২০০৮ সালে র‌্যাম্প মডেল বুলবুল টুম্পার একটি গ্রুমিং স্কুলের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু। এরপর র‌্যাম্প মডেল হিসেবে কাজের পাশাপাশি চিত্রনায়িকা নিপুণের ছবিতে স্টাইল ডিজাইনার হিসেবে কাজ করছেন তিনি।

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর