শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অনুষ্ঠানে নারী নৃত্যশিল্পীকে চুম্বন জেনিফার লোপেজের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০১:২০ পিএম

শেয়ার করুন:

অনুষ্ঠানে নারী নৃত্যশিল্পীকে চুম্বন জেনিফার লোপেজের 

জেনিফার লোপেজের কনসার্ট মানেই উন্মাদনা। গায়িকাও ভক্তদের মন ভরাতেও কমতি রাখেন না। তবে এবারও এমন কাণ্ড ঘটালেন যে উপস্থিত দর্শকদের ওপর ভর করল টানটান উত্তেজনা। নারী নৃত্যশিল্পীর ঠোঁটে ঠোঁট রেখে লোপেজ অবাক করে দিয়েছেন সবাইকে।

ঘটনাটি ঘটেছে আমেরিকার এক পুরস্কারমঞ্চে। সেখানে শুধু নারীকেই নয় পুরুষ নৃত্যশিল্পীর ঠোঁটেও ঠোঁট ডুবিয়েছেন জেনিফার লোপেজ। একটু খুলে বলা যাক। 

190724133633-jlo-50th-birthday

খোলা চুল, স্বচ্ছ ঝকমকে জাম্প-স্যুটে মঞ্চে উঠেছিলেন লোপেজ। উদ্বোধনী শিল্পী হিসেবে বেশভূষাতেই অনুষ্ঠানজুড়ে ছড়িয়ে পড়ে উষ্ণতা। ‘নট লাইক আস’, ‘ন্যুয়েভায়োল’, ‘বার্ডস অফ আ ফেদার’, ‘ডেনিয়াল ইজ আ রিভার’, ‘এ বার সং’, ব্রুনো মার্সের ‘এপিটি’ এবং ‘ব্ল্যাকপিঙ্ক রোজ়’-এর মতো জনপ্রিয় গান শুনিয়ে বুঁদ করেন দর্শকদের।

এ সময় জেনিফার লোপেজকে ঘিরে নৃত্য প্রদর্শন করছিলেন নৃত্যশিল্পীরা। আচমকা গাইতে গাইতে লোপেজ় ঠোঁট রাখেন এক পুরুষ নৃত্যশিল্পীর ঠোঁটে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চুম্বন তখনও শেষ হয়নি। তারমধ্যেই গায়িকাকে নিজের দিকে টেনে নেন এক নারী নৃত্যশিল্পী! গায়িকা তাকেও নিরাশ করেননি। ঠোঁটে এঁকে দিয়েছেন গাঢ় চুম্বন।

75118490007-gty-2170590589

উপস্থিত দর্শকের মাঝে তখন ছড়িয়ে পড়েছে টানটান উত্তেজনা। ঘটনার শেষটা দেখতে অধীর আগ্রহে সবাই। তবে আর বিশেষ কিছু ঘটাননি গায়িকা। গান শেষ করে স্বাভাবিক নিজের পারফর্মেন্সের ইতি টানেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর