গত বছরের শেষ দিকে স্বামীর পরকীয়ার কথা জানতে পারেন অভিনেত্রী রিয়া গাঙ্গুলী। সে সময় বাচ্চাদের কথা চিন্তা করে কোনো আইনি ব্যবস্থা নেননি। অরিন্দমের পরকীয়া হাতেনাতে ধরে ফেলায় সম্প্রতি অভিনেত্রীকে হত্যার হুমকি দিচ্ছেন তাঁর স্বামী।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রিয়ার স্বামীর সঙ্গে যৌথভাবে হাওড়াতে একটি ফ্ল্যাট কিনেছেন তাঁর শ্বশুর। সপরিবারে সেখানেই থাকেন তাঁরা। হঠাৎ একদিন অসুস্থ শ্বাশুড়ি দেখতে ছেলে- মেয়েকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যান অভিনেত্রী।
_20250728_140233249.jpg)
সেখানে গিয়ে স্বামীর পরকীয়ার কথা জানতে পারেন। ঘরের মধ্যে পরকীয়ার কিছু নিদর্শন দেখতে পান অভিনেত্রী। পরকীয়ার প্রমাণ হিসেবে অরিন্দমের মোবাইল জব্দ করে তা পুলিশের কাছে জমা দেন রিয়া। সম্প্রতি ওই ফোনের জন্য হত্যার হুমকি দিয়েছেন অভিনেত্রীর স্বামী।
অভিনেত্রীর কথায়, ‘আমার মা-বাবাকে অরিন্দম এসে বলেছে, তার ফোন আমি চুরি করেছি, তাই সে পুলিশে অভিযোগ জানাবে। আমার অনুপস্থিতিতে বাড়িতে এসে মা, বাবাকে ভয় দেখাচ্ছে।
_20250728_140251677.jpg)
প্রাণে মারার হুমকির কথা উল্লেখ করে রিয়া আরও বলেন, ‘শুধু তাই নয়, আমার ফ্ল্যাটে ঢুকে বেডরুমের দরজা ভাঙার চেষ্টা থেকে শুরু করে আমাকে প্রাণে মারার হুমকি, কিছুই বাদ যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হলো, আমার বাবা-মাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছে। এখন তো আর মিউচুয়াল ডিভোর্সের প্রশ্নই উঠছে না।’
এদিকে অভিনেত্রীর দাবি, হাওড়াতে যে ফ্ল্যাটে রিয়া ও তাঁর স্বামী বসবাস করেন, ওই এলাকার অনেকের মত অরিন্দমের পরকীয়ার পেছনে নিজের শ্বশুরের মদদ রয়েছে।
ইএইচ/

