বলিউড স্টারকিডদের নিজেদেরও যে দক্ষতা আছে সদ্য মুক্তিপ্রাপ্ত সাইয়ারা সিনেমা দিচ্ছে সে প্রমাণ। চাঙ্কি পাণ্ডের ভাইপো, অনন্যা পাণ্ডের ভাই আহান পান্ডে। মুক্তির দিন থেকে তাণ্ডব চালাচ্ছে ছবিটি। জেনে নেওয়া যাক, প্রেক্ষাগৃহে আসার ৩ দিনে কত আয় করল ‘সাইয়ারা’?
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার পর্যন্ত সর্বোচ্চ আয় করেছে ‘সাইয়ারা’। মুক্তির প্রথম দিনে ২১ কোটি রুপি ঘরে তুলে নিয়েছিল। দ্বিতীয় দিনে ২৫ কোটি আয় করে। আর রোববার তো সবাইকে তাক লাগিয়ে তুলে নেয় ৩৭ কোটি। সব মিলিয়ে ছবিটির মোট আয় ৮৩ কোটি রুপি।

এদিকে তৃতীয় এসে শুধু বক্স অফিস-ই ভর্তি হয়নি ‘সাইয়ারা’র। জায়গা করে নিয়েছে রেকর্ডে। কেননা ‘ছাবা’র পর, চলতি বছরে বলিউড সিনেমার দ্বিতীয় বৃহত্তম দিন ছিল এ ছবির দখলে। সিনেমাটি তৃতীয় দিনে আয় করেছিল ১১৭ কোটি টাকা।
‘সাইয়ারা’তে আহানের বিপরীতে অভিনয় করেছেন অনীত পাড্ডা। ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি।

