রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাবা জসীমের কবরে সমাহিত হলেন ছেলে রাতুল 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

বাবা জসীমের কবরে সমাহিত হলেন ছেলে রাতুল 

বাবার কবরে চিরঘুমে শয়িত হলে চিত্রনায়ক জসীমপুত্র সংগীতশিল্পী রাতুল। আজ সোমবার সকাল সাড়ে আটটায় বনানী কবরস্থানে জসীমের কবরে সমাহিত করা হয় তাকে। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন অর্থহীন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটু।

গতকাল ২৭ জুলাই উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


বিজ্ঞাপন


রাতুল ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট ছিলেন। ‘ওন্ড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ আসে ২০১৪ সালে। ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর ব্যান্ডটি জনপ্রিয়তা লাভ করে। রাতুল রক সংগীতের একজন প্রযোজকও ছিলেন। 

fhBjWrdd

রাতুল অন্য ব্যান্ডেও কাজ করেন। তিনি অর্থহীনের ফিনিক্সের ডায়েরি-১–এর সাউন্ডের কাজ করেছেন। তিনি নায়ক জসীমের মেজ ছেলে। তার অন্য দুই ভাইও এ কে রাতুলও সংগীতশিল্পী এবং এ কে সামী একজন ড্রামার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর