ঢালিউড অভিনেতা জসীমের ছেলে ‘ওনড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল গতকাল রোববার (২৭ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর অকাল মৃত্যুতে শোকাহত দেশের শিল্পী অঙ্গন। গত বছর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন জনপ্রিয় এ সংগীতশিল্পী।
গত বছর আন্দোলনের সময় দেশে যখন উত্তাল পরিস্থিতি তখন ফেসবুক প্রোফাইল লাল করেন রাতুল। আন্দোলনের সময় আহাতদের চিকিৎসার জন্য জরুরি এম্বুলেন্স সেবা চালু করে বেশকিছু হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়। সেই এম্বুলেন্সগুলোর নাম্বার নিজের ফেসবুকে প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন

এ কে রাতুলের ফেসবুক ঘুরে দেখা যায় সর্বশেষ তিনি যে পোস্টটি ভাগ করে নেন তা গত বছর অক্টবার মাসের ১৯ তারিখে। ওই পোস্টে ‘কনসার্ট এগেইনস্ট ছাপরি’ শিরোনামের একটি ফটোকার্ড প্রকাশ করেন।
ওই পোস্টের মাধ্যমে কনসার্ট আয়োজনকে ঘিরে ছাপরিদের অপকর্মের বার্তা তুলে ধরেন তিনি। কনসার্টে এসে মাদকদ্রব সেবন, টিকেট না কেটে গেট ভাঙা, ভুয়া ভুয়া স্লোগানসহ বেশকিছু চলমান অপকর্মের বার্তা তুলে ধরেন তিনি। ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘সত্য!!!’
বিজ্ঞাপন
বলে রাখা ভালো, রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ আসে ২০১৪ সালে। ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর ব্যান্ডটি জনপ্রিয়তা লাভ করে। রাতুল রক সংগীতের একজন প্রযোজকও ছিলেন। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার অবদান রয়েছে।
ইএইচ/

