কদিন আগে বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় নড়েচড়ে ওঠে ভারতীয় প্রশাসন। বাড়িতে ঢুকে হামলা করায় অবাক হন নেটিজেনরা। এবার সামাজিক মাধ্যমে দেখা গেল টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর ওপর হামলার দৃশ্য!
ভিডিওটি প্রকাশ করেন ঋত্বিক নিজেই। তিনি জানান, একটি আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গেছেন। আচমকাই এক ব্যক্তি ব্যালকনি দিয়ে ঢুকে পড়েছিলেন তার বাড়িতে। সে সময় বই পড়ছিলেন অভিনেতা। এরপর তিনি পানি পানের জন্য ফ্রিজের কাছে যেতেই ওই ব্যক্তি তার সামনে হাজির হন।
বিজ্ঞাপন
ঋত্বিক বলেন, “ধাক্কাধাক্কি হয়, ও ধাক্কা মারে, আমিও ধাক্কা মারি।” অভিনেতা চিৎকার করে উঠতেই তার বাড়ির লোক চলে আসেন। এবং ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি দরজা দিয়ে পালায়।
এরপর অভিনেতা বলেন, “কিন্তু এরপরই আমি সিসিটিভি চেক করেছি, ফুটেজ দেখেছি। আমি আপনাদের সঙ্গে ফুটেজটা শেয়ার করছি।”
সিসিটিভির ফুটেজে দেখা যায়, মুখ ঢাকা এক ব্যক্তি সিঁড়ি দিয়ে নামার সময় সিসিটিভির দিকে তাকান। এরপর এরপর একটি চিরকুট মেলে ধরেন। সেখানে লেখা, “এটুকুই জানাতে এসেছিলাম… পরিচয় গুপ্ত আসছে আগামী ২১শে ফেব্রুয়ারি ২০২৫, আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে।”
এতে স্পষ্ট হয় ঘটনাটি সাজানো। ২১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অভিনেতার সিনেমা পরিচয় গুপ্ত। ওই ছবির প্রচারণায় এরকম ভিডিও বানানো হয়েছে।

