শোবিজ অঙ্গনের ঝকঝকে দুনিয়ার আড়লে রয়েছে অন্ধকার জগত। পরিবারতন্ত্র আর ‘কাস্টিং কাউচ’ শিকার হয়ে অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন অনেক অভিনেত্রী। আবার অনেকেই যুদ্ধ করে টিকে আছেন। এছাড়াও বর্ণবৈষম্য শিকার হয়ে সিনেমা থেকে বাদ পড়েছেন অভিনেত্রী। এই যেমন বলিউড অভিনেত্রী বাণী কাপুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, বর্ণবৈষম্যের শিকার হয়ে একটি সিনেমা থেকে বাদ পড়েন তিনি। গায়ের রঙ ধবধবে ফর্সা না হওয়ায় তাঁকে বাদ দেওয়া হয়। অভিনেত্রীর কথায়, ‘একজন পরিচালক যে মুম্বাইয়ের নন। তাঁর ছবি থেকে আমাকে বাদ দিয়েছিলেন এই বলে যে আমি ধবধবে ফর্সা নই অর্থাৎ ‘মিল্কি হোয়াইট’ নই।’

যদিও পরিচালক সরাসরি বলেননি, কিন্তু বাণীর কাছে খবর পৌঁছেছিল অন্য পথ দিয়ে। এই অপমানের জবাবে অভিনেত্রী বলেছিলেন, ‘যদি গায়ের রঙই হয় কারো ছবি বানানোর মানদণ্ড, তহলে আমি নিজেই সেই ছবির অংশ হতে চাই না। সে যেন নিজের ফেয়ার অ্যান্ড লাভলি নায়িকা খুঁজে নেয়। আমি জানি আমার জন্য অন্য আরও ভালো পরিচালক আছেন। তাঁদের না হয় আমি খুঁজে নেব।’
সাক্ষাৎকারে বাণী আরও বলেন, ‘বলিউডে এখনও শরীরের গঠন, গায়ের রঙ এই সবকিছু নিয়ে অভিনয়কে বিচার করা হয়। একটু ভারী চেহারা করো নইলে ছবির বাজারে কিন্তু টিকে থাকা যাবে না। পুরুষ দর্শকেরা ভারী চেহারার মেয়ে পছন্দ করে- এমন কুরুচিপূর্ণ মন্তব্যও শুনতে হয়েছে।’

২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোমান্স’ দিয়ে বলিউড যাত্রা শুরু করেছিলেন বাণী। এই সিনেমায় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অনস্ক্রিন রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
ইএইচ/

