শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অন্তর্বাসের বিজ্ঞাপনে হেনস্তার শিকার দীপিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

অন্তর্বাসের বিজ্ঞাপনে হেনস্তার শিকার দীপিকা

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সময়টা যেন মোটেও ভালো যাচ্ছে না। গত সপ্তাহে দুইটি সিনেমা থেকে বাদ পড়েছেন অভিনেত্রী। এরইমধ্যে সামনে এসেছে পারিচালকের কাছে হেনস্থার খবর। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্যারিয়ারের শুরুতে একটি টিভি বিজ্ঞাপনে কাজের সুযোগ পেয়েছিলেন দীপিকা। কিন্তু প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না। বিজ্ঞাপন পরিচালকের কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে শুটিং সেট ছাড়তে বাধ্য হয়েছিলেন। দীপিকার কথায়, ‘পরিচালক যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলায়, শুটিং ফ্লোর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়।’

thumb_313921733743038

অন্তর্বাসের বিজ্ঞাপনের জন্য ফটোশুট করতে ক্য়ামেরার সামনে এলেন দীপিকা। ক্য়ামেরার ফ্ল্যাশের ঝলকে একেকটা পোজে কামাল দেখাচ্ছিলেন অভিনেত্রী। হঠাৎই পরিচালক বলে উঠলেন, ‘নাহ… ঠিক জমছে না।’

তারপরই পরিচালক বলেন, ‘তোমার স্তন বেশ ছোট, এই বিজ্ঞাপনের জন্য বড় স্তন দরকার।’ পরিচালকের মুখে এমন কথা শুনে অবাক হয়েছিলেন দীপিকা। পরিচালক এখানেই থামেননি। অভিনেত্রীকে তিনি আরও বলেন, ‘তুমি চিন্তা করো না, এডিটের সময় তোমার স্তনযুগল বড় করে দেব।’ 

504162562_3851401725120759_1465081402462623974_n

দীপিকা ওই সাক্ষাৎকারে জানান, পরিচালকের এমন মন্তব্য অত্যন্ত কুরুচিকর। তবে পরিচালকের সঙ্গে কোনো কথা না বাড়িয়ে সোজা শুটিং ফ্লোর থেকে বেরিয়ে এসেছিলেন দীপিকা। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই বিজ্ঞাপন তিনি আর করবেন না।   
 
ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর