ঢালিউড অভিনেত্রী পরীমণির কাছে আতংকের নাম আগুন। কেননা তার মা মারা গেছেন আগুনে পুড়ে। পরীর তখন তিন বছর। এতদিন পরও আগুনের ট্রমা যে আগের মতোই টাটকা বুঝতে পারেন গতকাল সোমবার বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শরীরের ভিডিও দেখে প্যানিক অ্যাটাক হয় অভিনেত্রীর। ভর্তি হতে হয় হাসপাতালে। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন।
আজ মঙ্গলবার নিজের ফেসবুকে পরী লিখেছেন, আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকরভাবে আছে সেটা এভাবে বুঝতে পারি নাই আগে।
বিজ্ঞাপন
এরপর লেখেন, গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। প্রচণ্ড শব্দ আর আগুনের গোলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্লাস চলাকালীন দুর্ঘটনা ঘটায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় ব্যাপক বিভ্রান্তি ও আতঙ্ক।
দুর্ঘটনার সময় কলেজে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দ ও আগুনে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কান্নায় ভেঙে পড়ে, কেউ শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসে। সবশেষ খবর অনুযায়ী বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ এবং চিকিৎসাধীন শতাধিক।

