শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‎ঢাকায় বিমান দুর্ঘটনা: পেছাল তৌসিফের নাটক মুক্তির তারিখ ‎

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

‎ঢাকায় বিমান দুর্ঘটনা: পেছাল তৌসিফের নাটক মুক্তির তারিখ ‎

‎রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ১৯ জন নিহত এবং বহু আহত হয়েছেন। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় শোকার্ত অভিনেত  মাহবুব। 

‎‎

সামাজিকমাধ্যমে সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় একটি পোস্টে অভিনেতা জানিয়েছেন,  অন্তর্জালে মুক্তি প্রতিক্ষীত  “বেশি বলে বুলবুলি” নাটকটি মুক্তি পাচ্ছে না।

তৌসিফের ভাষ্য, উত্তরায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

1753108671431

‎নাটক মুক্তির প্রসঙ্গে টেনে অভিনেতা বলেন, আমাদের নাটক “বেশি বলে বুলবুলি” আজ প্রকাশ করার কথা ছিল, তবে এই শোকের সময়ে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এর প্রকাশ স্থগিত করা হয়েছে। নাটকটির নতুন প্রকাশের তারিখ খুব শিগগিরই আপনাদের জানিয়ে দেওয়া হবে।

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া এবং আহাতদের সুস্থ কামনা করেছেন। তৌসিফের কথায়, আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬৪ জন। তাদের রাজধানীর ছয়টি ভিন্ন ভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর