রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ২৭ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
গতকাল (২১ জুলাই) দুপুর ১টায় বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন লেগে যায়। আগুনে স্কুল শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে শোকের মাতম চলছে। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সোমবার (২২ জুলাই) সামাজিকমাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী লেখেন, ‘এ ঘটনাটি আমি খুব ব্যক্তিগতভাবে নিয়েছি। ওই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়ত করি। ওই রাস্তা দিয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাই। তাঁর স্কুল দুর্ঘটনা স্থালের খুব কাছেই। সৌভাগ্যবশত, এখন গ্রীষ্মকালীন ছুটিতে আছে। কিন্তু এ ঘটনা আমাকে এতটাই মর্মাহত করেছে যে অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না।’

বিজ্ঞাপন
বাঁধন যোগ করেন, ‘আমি দূর থেকে এই ঘটনার সাক্ষী হয়ে ভেঙে পড়েছি। যারা সরাসরি এই ঘটনার শিকার তাদের এবং তাদের বাবা-মায়ের যন্ত্রণা কতটা গভীর? তা আমি কল্পনাও করতে পারি না। এই ভয়াবহ ট্র্যাজেডি ব্যাখ্যা করার কোনো ভাষায় নেই।’
অভিনেত্রী আরও বলেন, ‘নিহত নিষ্পাপ শিশুরা প্রতিদিনের মতোই সকালে স্কুলে গিয়েছিল। তারা জানতো না যে এটাই তাঁদের জীবনের শেষ দিন হবে! ওঁদের তো নিরাপদে বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু একটি মর্মান্তিক ঘটনা তাঁদের জীবন কেড়ে নিল। যারা বেঁচে আছেন, তাঁরা জীবনের বাকি সময় এই আঘাত ও মানসিক যন্ত্রণার বোঝা বয়ে বেড়াবে। এটা ভাবতেই হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়।’
সবশেষে বাঁধন লিখেছেন, ‘আল্লাহ যেন নিহতদের শান্তি দান করেন। তাঁদের পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দেন। জীবন যে কতটা অনিশ্চিত এই ঘটনা আমাকে তা সবচেয়ে বেদনাদায়কভাবে মনে করিয়ে দিয়েছে। আল্লাহ যেন তাঁর অশেষ রহমত বর্ষণ করেন। নিহতদের জান্নাত দান করেন। যারা আহত বা বেঁচে আছেন তাঁদের সুস্থতা দান করেন।’
ইএইচ/

