এর আগে বলিউড র্যাপার বাদশার বিরুদ্ধে উঠেছিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ। হয়েছিল মামলাও। এবার একই কারণে গায়ক নিজেই হয়েছেন আঘাতপ্রাপ্ত। লন্ডনে এক যুবককে ইসকনে নিরামিষ রেস্তোরাঁয় মাংস ভক্ষণ করতে দেখেই ক্ষুব্ধ র্যাপার।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, এক আফ্রিকান ব্রিটিশ যুবক কাঁধে কালো ব্যাগ নিয়ে লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তরাঁয় প্রবেশ করছেন। সেখানে এক কর্মচারীর কাছে জানতে চান, রেস্তরাঁয় আমিষ খাবার বিক্রি হয় কি না? উত্তরে ওই কর্মচারী ‘না’ বলতেই তিনি হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করে সেখানে থেকে ‘ফ্রায়েড চিকেন’ খেতে শুরু করেন। যুবককে থামাতে এগিয়ে আসেন আরও কর্মচারীরা। কিন্তু তিনি কারও কথাই শুনতে নারাজ।
ভিডিওটি দেখেই চটেছেন বাদশা। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “ওই মুরগির মাংসটারও হয়তো লজ্জা লাগছিল। আসলে ভাইয়ের মাংস খাওয়ার ইচ্ছা হয়নি। জুতোপেটা খাওয়ার ইচ্ছা ছিল। আপনি যা বোঝেন না, সেটাকে সম্মান জানানোর মধ্যেই শক্তির প্রকাশ পায়।”

