শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

র‍্যাপার বাদশার রেস্তোরাঁয় বোমা হামলা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ০১:৪১ পিএম

শেয়ার করুন:

র‍্যাপার বাদশার রেস্তরাঁয় বোমা হামলা 

গানের পাশাপাশি খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা। দেশটির চন্ডীগড়ে রয়েছে একটি রেস্তোরাঁ। সেখানে ঘটেছে বোমা হামলার ঘটনা। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত ভোররাতে এ ঘটনা ঘটে। দুই বাইক আরোহী রেস্তরাঁ তথা পানশালার বাইরে বোমা ছুড়ে পালিয়ে যান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

জানা গেছে, বাদশার ‘ডি’ওরা’ নামের ওই রেস্তরাঁ তথা পানশালা বেশ পরিচিত। সাত-আটজন কর্মী সেখানে কাজ করেন। কিন্তু ভোররাতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন কেউ রেস্তোরাঁয় ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

1732606125_badshah

তবে বিস্ফোরণের তীব্রতায় রেস্তোরাঁ-পানশালার জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। সংবাদসংস্থা এএনআইয়ের পক্ষ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে র‍্যাপারের রেস্তোরাঁর বিস্ফোরণ পরবর্তী অবস্থা। 

এদিকে বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি বাদশা। বিস্ফোরণের খবর পেয়েও ঘটনাস্থলে ছুটে যায় ভারতীয় পুলিশ। সেসময় প্রত্যক্ষদর্শীরা ঘটনা বর্ণনা করেন। এরইমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ নেমেছে তদন্তে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর