জনপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ মিলনের কন্ঠে শ্রোতারা পেয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। অন্যদিকে সানজিদা রিমিও এই সময়ের আলোচিত কন্ঠ শিল্পী। এবার এই দুই শিল্পীর কন্ঠে প্রকাশ হলো ‘মনরে ওরে মন’ শিরোনামের নতুন গান।
বিজ্ঞাপন
মামুন আফনান রুমির কথায় গানটির সুর করেছেন মিলন নিজেই। সঙ্গীত আয়োজন করেছেন এমএমপি রনি।
‘মনরে ওরে মন’ গানে মিলনের সঙ্গে মডেল হয়েছেন তানজিল লিয়া। মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ হয়েছে ঢোল মিউজিক ইউটিউব চ্যানেলে।
নতুন এ গান প্রসঙ্গে গীতিকার মামুন আফফান রুমি বলেন, ‘গানের কথা লেখার পর মিলন ভাইকে পাঠাই। তিনি চমৎকার সুর করেছেন। এমএমপি রনি ভাইকে ধন্যবাদ জানাই সুন্দর সংগীত আয়োজন করার জন্য এবং ঢোল মিউজিক কেও ধন্যবাদ জানাই। আমি আশা করি গানটি এ বছরের অন্যতম গান হয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকবে।’
বিজ্ঞাপন
মিলন বলেন, ‘রোমান্টিক কথার সুন্দর গান প্রকাশের পর থেকেই বেশ ভালো সারা পাচ্ছি। সবাইকে গানটি শোনার জন্য অনুরোধ করছি আপনাদের ভালো লাগবে।’
সানজিদা রিমি বলেন, ‘মিলন ভাইয়ের সঙ্গে চমৎকার একটি দ্বৈত গান প্রকাশ হলো। আশা করছি গানটি শ্রোতারা পছন্দ করবেন।’

