শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একুশে পদক পাচ্ছেন নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

একুশে পদক পাচ্ছেন ফেরদৌস আরা 

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ দেশের ১৪ ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া হচ্ছে একুশে পদক ২০২৪। এ তালিকায় রয়েছেন জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা।  

দেশের নজরুলসংগীত শিল্পীদের মধ্যে যে ক'জন প্রথিতযশা পেশাদার নজরুলসংগীত শিল্পী রয়েছেন, তারমধ্যে অন্যতম একজন ফেরদৌস আরা। পেশাগতভাবে সংগীত জীবনের চার যুগ অতিক্রম করছেন তিনি।


বিজ্ঞাপন


এছাড়া শিল্পকলায় চলচ্চিত্রে একুশে পদক পাচ্ছেন আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), নাসির আলী মামুন (আলোকচিত্র), রোকেয়া সুলতানা (চিত্রকলা)।

সাংবাদিকতায় একুশে পদক পাচ্ছেন মাহফুজ উল্লা (মরণোত্তর) ও মাহমুদুর রহমান (সাংবাদিকতা ও মানবাধিকার)।

সংস্কৃতি ও শিক্ষায় একুশে পদক পাচ্ছেন ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) এবং গবেষণায় একুশে পদক পাচ্ছেন মঈদুল হাসান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর