রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হৃতিক রোশনের বাবা হাসপাতালে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

হৃতিক রোশনের বাবা হাসপাতালে

হাসপাতালে বলিউড তারকা হৃতিক রোশনের বাবা প্রযোজক পরিচালক রাকেশ রোশান। গলায় একটি অ্যাঞ্জিওপ্লাস্টি সার্জারি হয়েছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বলিউড সূত্রের খবর রাকেশের গলায় ব্লকেজ ধরা পড়েছিল। সেজন্য প্রয়োজন ছিল অ্যাঞ্জিওপ্লাস্টি অস্ত্রোপচারের। সেটি সম্পন্ন করতেই চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে শুতে হয়েছিল তাকে। তবে এখন তিনি সুস্থ আছেন।


বিজ্ঞাপন


এদিকে রাকেশের মেয়ে সুনয়না রোশন এক সাক্ষাৎকারে বলেন, “বাবা একেবারে ভাল আছেন, কিছু চিন্তার কারণ নেই। চিকিৎসকরা জানিয়েছেন বাবা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।”

২০১৮ সালে রাকেশের ক্যানসার ধরা পড়েছিল এবং তখনও সফলভাবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন তিনি। রোশনের স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ থাকলেও সুনয়নার বক্তব্যে স্পষ্ট—চিকিৎসা সফল, শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

বর্ষীয়ান রাকেশ দীর্ঘদিন বলিউডের সঙ্গে যুক্ত। তিনি খ্যাতি অর্জন করেছেন নিজের পরিচালিত ছবিগুলোর জন্য। এরমধ্যে রয়েছে ‘কৃষ’ । এ ছবির সিরিজগুলোতে নামভূমিকায় অভিনয় করেছেন হৃতিক। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর