রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঋত্বিকের নগ্ন ভিডিও ভাইরাল, যা বললেন অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১১:৫২ এএম

শেয়ার করুন:

ঋত্বিকের নগ্ন ভিডিও ভাইরাল, যা বললেন অভিনেতা

সম্প্রতি ভারতের ছোটপর্দার অভিনেতা ঋত্বিক মুখার্জীর একটি নগ্ন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে সরগরম নেটদুনিয়া। অভিনেতাকে নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। এ ঘটনায় মুখ না খুললেও এবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছেন তিনি। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার বিকেলে ভাইরাল ভিডিওটি নিয়ে অভিযোগ জানাতে প্রশাসনের কাছে যান ঋত্বিক। অভিযোগের পর থানা থেকে বেরিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার তো প্রতিদিন শুটিং থাকে। আমি শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। তাই প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেইনি। কিন্তু যারা আমার ছোটবেলার বন্ধু-বান্ধব তারা যখন আমাকে বিষয়টি বলল, তখন একটু নড়ে বসলাম। প্রথমে ভেবেছিলাম ফেক ভিডিও, কী করা যাবে। কিন্তু শেষে যখন দেখলাম জল মাথার উপর দিয়ে যাচ্ছে তখন কোনো পদক্ষেপ না নিয়ে থাকতে পারলাম না।’

হ্যাঁ,_এভাবেই_পাশে_থাকার_কথা_বলেছিলাম_আপনারা_হতাশ_করেন_নি_এতেই_ভীষণ_খুশি।_এভাবেই_পাশে_থাকুন🙏🙏(1)

অভিনেতা যোগ করেন, ‘আমি নিজেই ভিডিওটি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমি কোনো কালেই এরকম দেখতে ছিলাম না। সাইবার সেল পরীক্ষা করে জানায় আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। খুবই বাজে ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এর পেছনে কার হাত আছে সেটা এখনও জানা যায়নি। তবে আশা করছি খুব শিগগিরই জেনে যাব।’

এর আগে গত ১৫ জুলাই একইদিনে ছোটপর্দার আরও এক অভিনেতা সাহেব ভট্টাচার্যর নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে। সেই সময় অভিনেতাদের ভক্তরা দাবি করেন, ‘একইদিনে দুই অভিনেতার ভিডিও ভাইরাল হতেই ক্লিয়ার হলো এটা কখনও বাস্তব ভিডিও হতে পারে না। কারণ একসাথে দুই অভিনেতার ভিডিও লিংক ভাইরাল হওয়া কিছুটা কাকতালীয়।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর