শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দীর্ঘ সময়ের জন্য দেশ ছাড়লেন শাকিব খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

দীর্ঘ সময়ের জন্য দেশ ছাড়লেন শাকিব খান

ঢালিউড মেগাস্টার শাকিব খান যেন সবার ধরা ছোঁয়ার বাইরে। তারকা খ্যাতি কিংবা জনপ্রিয়তার দিকে থেকে তার ধারে কাছে নেই কেউ। এবার তিনি অনুরাগীদের থেকে প্রায় ১৪ হাজার কিলোমিটার দূরের দেশ আমেরিকায় পাড়ি জমিয়েছেন। দেশটির গ্রীণকার্ডধারী তিনি। ফলে বছরের নির্দিষ্টি একটা সময় সেখানে অবস্থান করতে হয় তাকে। দেশ ছাড়ার বিষয়টি একটি পোস্টে মাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেতা।  

সোমবার (১৩ জুলাই) সামাজিকমাধ্যমে বিমানে তোলা একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে শাকিব লিখেছেন, ‘অ্যাডভেঞ্চার শুরু হোক’। ওই ছবিতে দেখা গিয়েছে, অফ হোয়াইট টি-শার্ট, গলায় ঝুলছে সানগ্লাস, মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে উড়োজাহাজের জানালার পাশে বসে আছেন শাকিব খান। সফরসঙ্গী হিসেবে দেখা গিয়েছে নির্মাতা হিমেল আশরাফকে। 

518383767_1288558145970891_3589485766270235950_n

সূত্র বলছে শাকিব খান একান্ত ব্যক্তিগত সফরে গেছেন। থাকবেন প্রায় দেড় মাস। আগস্টের শেষ দিকে দেশে ফিরবেন তিনি। 

এদিকে অভিনেতার ভক্ত ও অনুরাগীদের ধারণা করছেন এবার হলিউডের অভিনয় করতেই ঢাকা ছেড়েছেন কিং খান। নির্মাতা আসিফ আকবরের সিনেমায় শুটিং করার কথা রয়েছে শাকিব খানের। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত নয়। জানা গেছে ‘মাসুদ রানা’ সিরিজ নিয়ে সিনেমা বানাবেন আসিফ। সেই সিনেমাতে দেখা যেতে পারে শাকিব খানকে।


বিজ্ঞাপন


গেল কোরবানি ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মেগাস্টার ‘তাণ্ডব’ সিনেমা। ছবিটি আলোচনায় থাকলেও মুক্তির দ্বিতীয় সপ্তাহে পাইরেসির কবলে পড়ে। 

ইএইচ/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর