বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেতা শামীম হাসান সরকার। শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজ শেষে আফসানা প্রীতির সঙ্গে গাঁটছড়া বেঁধে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেন তিনি।
স্ত্রী সম্পর্কে শামীম কোনো তথ্য দেননি। তবে আফসানা প্রীতির ফেসবুক প্রোফাইলে চোখ রেখে জানা গেছে তিনি ফরিদপুরের মেয়ে। তিনি স্কুল শিক্ষা সম্পন্ন করেছেন ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। পরে উচ্চশিক্ষা গ্রহণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে।
এদিকে এর আগে একাধিকবার শামীমের বিয়ের গুঞ্জন ছড়িয়েছে ফেসবুকে। তাই সামাজিক মাধ্যমে নিজের বিয়ের খবর জানালেও নেটিজেনরা সন্দিহান ছিলেন। পরে সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন, এবার গল্পে নয়, সত্যি সত্যি বিয়ে করেছি। দুই পরিবারের উপস্থিতিতে আজ আমাদের বিয়ে হয়েছে।
তবে সেসময় স্ত্রী সম্পর্কে কিছু জানাননি অভিনেতা। শুধু বলেছিলেন, সময় নিয়ে বিস্তারিত বলব। নতুন জীবনের জন্য দোয়া করবেন সবাই।
বলে রাখা ভালো, অভিনেত্রী অহনার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছিল শামীমের। তবে দুজনের কেউ এ নিয়ে মুখ খোলেননি। বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও ছিলেন চুপ। পরে নাম জড়িয়েছিল তানিয়া বৃষ্টির সঙ্গে। সেবারও মুখ বন্ধ রেখেছিলেন অভিনেতা।