ভারতীয় অস্কার জয়ী সুরকার এ আর রহমানকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন গীতিকার সামীর অঞ্জান। সম্প্রতি এক সাক্ষাৎকার এ গীতিকার জানান নতুন একটা গানের সুরের জন্য রহমানকে বলেছিলেন তিনি। সেই গানের সুর তৈরি করতে মধ্যরাতে গভীর জঙ্গলে চলে যান অস্কার জয়ী সুরকার। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সামীরের কথায়, ‘সেদিন রহমানকে বাড়ি খুঁজে না পেয়ে আমাদের গাড়িতে তুলে বলা হয় সামনের গাড়িটির পিছু নিতে। অনেকদূর যাওয়ার পর মাঝরাতে হাইওয়ের পাশে গাড়ি থামে। সেখানে একটা লোক লন্ঠন হাতে আমাদের গভীর জঙ্গলের মধ্যে পথ দেখিয়ে নিয়ে যায়। মনে হচ্ছিল ভূতের ছবির শুটিং করছি।’

গতিকার সামীর ওই সাক্ষাৎকারে জানান, এ আর রহমানকে খুজতে জঙ্গল পেরিয়ে একটি ফাঁকা জায়গায় পৌঁছান। সেখানে ছোট একটা ছোট কুটির ভেতরে কানে হেডফোন লাগিয়ে আপনমনে কী-বোর্ড বাজাচ্ছেন এ আর রহমান।
বলে রাখা ভালো, অস্কার জেতার পর বিশ্বের কোটি ভক্তের হৃদয়ের আসনটি পাকাপাকিভাবে হরণ করে নেন সুরের এই জাদুকর। ব্যক্তিজীবনে সায়রা বানুকে বিয়ে করেন। তাদের সুখের সংসারে খাতিজা, রাহিমা এবং আমীন নামে রয়েছে তিন সন্তান। তবে হঠাৎই গত বছরের নভেম্বরে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এ আর রহমান।
ইএইচ/

