রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

আসছে 'ব্যাচেলর পয়েন্ট'-এর নতুন পর্ব

‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ নিয়ে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। নির্মাতা কাজল আরেফিন অমিও দর্শকদের মূল্যায়ন করেছেন। ওটিটি মাধ্যমে দেখা যাচ্ছে ধারাবাহিকটি। ১-৮ পর্ব চলছে। আগামী ১০ জুলাই আসছে এর নতুন পর্ব ৯-১৬।

এবারের গল্পে দেখা যাবে, একমাত্র কর্মচারী শিমুলকে নিয়ে পাশার ব্যবসার পরিসর বাড়ছে ঠিকই, কিন্তু এই অগ্রযাত্রার শেষ কোথায়? হাবুর গোছানো সংসারে বজরা জাকিরের প্রবেশ যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। 

BPS5-PR-Image

অন্যদিকে, লামিয়াকে ঘিরে শিমুল আর জাকিরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে। তবে সবার নজর থাকবে একজনের দিকেই—তিনি হলেন মতলব! তার আগের কাণ্ডকারখানাই যদি হাসতে হাসতে দর্শকদের পেটে খিল ধরিয়ে দেয়, তাহলে ভাবুন নতুন পর্বগুলোতে কী অপেক্ষা করছে!

কাজল আরেফিন অমি-র অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে বরাবরের মতোই প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মাসহ তাদের সুপরিচিত সঙ্গীরা।

503492237_1283839366437385_5124713688699931314_n_20250610_131213440

এদিকে এরমধ্যে ওটিটিতে প্রচারিত ধাবাহিকটির ১-৮ পর্ব আগামীকাল ১০ জুলাই থেকে ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর