ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিং সুরের মূর্ছনা ছড়িয়ে কোটি দর্শকের মন জয় করেছেন। ভারতীয় সিনেমায় তার গানগুলো শ্রোতাদের মুখে মুখে ফেরে। তবুও বিন্দুমাত্র অহংকার নেই। সামাজিক মাধ্যমে অনুরাগীদের শেয়ার করা ভিডিওতে দেখা যায় নিজ এলাকায় খুব সাধারণভাবেই ঘুরে বেড়াচ্ছেন।
জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই সংগীতশিল্পীকে নিজ এলাকায় মটর সাইকেল চালাতেও দেখে যায়। খুব সাদামাটা জীবন যাপন করেন তিনি। সম্প্রতি নিজের জন্মভূমি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ‘হেঁসেল’ নামে একটি রেস্তোরাঁ খুলেছেন। যেখানে মাত্র ৪০ রুপিতে ভরপেট খাওয়াচ্ছেন অরিজিৎ।

অরিজিতের রেস্তোরাঁর খাবারের স্বাদ নিতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভোজন রসিকরা। ৪০ টাকায় ভরপেট খাওয়ার আয়োজন মুলত জিয়াগঞ্জ এলাকার ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে। জানা গেছে ‘হেঁসেল’ পরিচালনা করছেন অরিজিতের বাবা গুরুদয়াল সিং। তবে রেস্তোরাঁ নিয়ে কিছুই বলেননি অরিজিৎ।
সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবারই প্রথম না। বছর দুই আগে করোনাকালীন সময় করোনায় আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলেন অরিজিৎ। সে সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরকে ৫টি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন দিয়েছিলেন।
ইএইচ/

