রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত কঙ্গনার! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত কঙ্গনার! 

ক্যারিয়ারের চেয়ে রাজনীতিতে আগ্রহ দেখিয়েছিলেন কঙ্গনা রণৌত। কিন্তু বছর ঘুরতেই সুর বদলালেন! তিনি বড় কোনো ত্যাগ স্বীকার করতে চান না বলে মন্তব্য করেছেন। তাই শুনে নেটিজেনদের মনে প্রশ্ন, তবে কি রাজনীতি ছাড়ছেন কঙ্গনা?

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সমস্ত কথা বলেন কঙ্গনা। প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে কি না জানতে চাইলে তার স্পষ্ট জবাব, “আমার মনে হয় না, প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা আমার রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে নিষ্ঠা ও ইচ্ছের প্রয়োজন, তা-ও আমার নেই। আর সমাজকর্ম নিয়ে কখনওই কোনও অভিজ্ঞতা ছিল না।”


বিজ্ঞাপন


বিলাসী কঙ্গনা আরও বলেন, “আমি স্বার্থপরের মতো জীবনযাপন করেছি। আমি চাই, আমার বড় বাড়ি হোক, বড় গাড়ি হোক, প্রচুর হীরা থাকুক আমার কাছে, আমাকে দেখতে সুন্দর লাগুক। আমি এমন জীবনযাপন করেছি। জানি না, ঈশ্বর কেন আমাকে রাজনীতির জন্য বেছে নিয়েছেন। কিন্তু আমি এত বড় ত্যাগ করতে চাই না।”

এদিকে সংসদ সদস্য হওয়ার বছর যেতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুনে অনেকে সন্দিহান। কারও কারও প্রশ্ন তবে কি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন অভিনেত্রী? 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর