রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বলিউড 

শাহরুখকে দীপিকার চুম্বন, কী বললেন রণবীর সিং? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭ এএম

শেয়ার করুন:

শাহরুখকে দীপিকার চুম্বন, কী বললেন রণবীর সিং? 

বলিউড সুপারস্টার শাহরুখ খান জাওয়ান হয়ে প্রেক্ষাগৃহে আসতেই মেতে উঠেছে বিশ্ব। দেশে দেশে রমরমিয়ে চলছে ছবিটি। ফলে বি-টাউনে ইতিহাস সৃষ্টি করেছে ছবিটি। এই সাফল্য উদযাপন করতে কিং খান আয়োজন করেছিলেন সাকসেস পার্টির।

শুক্রবার ছিল ‘জাওয়ান’-এর সাকসেস পার্টি। মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শাহরুখ। সেখানেই কিং খানের গালে চুমু এঁকে দেন দীপিকা। শাহরুখের গালে দীপিকার চুম্বনরত সে ছবি দেখেই সরব হয়েছেন অভিনেত্রীর স্বামী রণবীর সিং।

রণবীর মোটেও মন খারাপ করেননি।  বরং শাহরুখের সঙ্গে নিজের স্ত্রীর আদুরে ছবির মন্তব্যের ঘরে রণবীর লেখেন, ‘ইশক মেঁ দিল বনা হ্যায়, ইশক মেঁ দিল ফনাহ হ্যায়।’ এটি ‘জাওয়ান’ ছবির ‘চল্লেয়া’ গানের প্রথম দুই লাইন। প্রিয়তমার সঙ্গে সহকর্মীর এমন ছবি তাদের সিনেমার গানই ছুড়ে দিয়েছেন রণবীর। 
jawan
‘জাওয়ান’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ৭ সেপ্টেম্বর। ছবিটি নিয়ে শাহরুখ ভক্তদের উন্মাদনা কোটি টাকার লটারি জেতার আনন্দের মতো। প্রথম থেকেই হাউজফুল যাচ্ছে। প্রথম সপ্তাহ শেষেও কমেনি আবেদন। ফলস্বরুপ আয়ের ঝুলিতে ছবিটি তুলে নিয়েছে ৬৫০ কোটি রুপি। 

‘জাওয়ান’ নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। এ ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী নয়নতারাকে। এছাড়া আছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর