ঢালিউড অভিনেতা আরিফিন শুভ ও টলিউড অভিনেত্রী সোহিনী সরকার প্রথমবারের মতো জুটি বাঁধেন পশ্চিমবঙ্গের নির্মাতা রাহুল মুখোপাধ্যায় ‘লহু’ ওয়েব সিরিজে। ২০২৩ সালে ভারতীয় চলচ্চিত্র পরিচালক ফেডারেশনের নিয়ম লঙ্ঘনের কারণ ওয়েব সিরিজটির শুটিং বন্ধ হয়ে যায়। এরইমাঝে কেটে গেছে দুই বছর। দীর্ঘদিনের জটিলতা কাঁটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শুভ-সোহিনী জুটি।
ফেডারেশনের সঙ্গে ‘লহু’ ওয়েব সিরিজের পরিচালক রাহুল মুখোপাধ্যায় জটিলতা সমাধানে এগিয়ে আসেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তার মধ্যস্থতায় দীর্ঘদিন পর আবারও আশা জাগিয়েছে শুভ-সোহিনীর অনুরাগীদের মনে। এ প্রসঙ্গে নির্মাতা রাহুল জানান, ‘স্বরূপদা না থাকলে জটিলতা কাটিয় ওঠা সম্ভব হতো না। ওনার সহযোগিতাতেই আমরা আবার শুটিং ফ্লোরে ফিরছি।’
ওটিটি প্ল্যাটফর্ম চরকির ভারতীয় কর্মকর্তা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের পক্ষ থেকেও কিছু ভুল ছিল, যা স্বরূপদা বুঝিয়ে দিয়েছেন। এখন আবার শুরু করছি ‘লহু’।”

বলে রাখা ভালো, কুণাল ঘোষের ‘পথ হারাব বলেই’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ় ‘লহু’। এই সিরিজে সোহিনীকে দেখা যাবে মাওবাদী নেত্রীর ভূমিকায়।
বিজ্ঞাপন
এর আগে ওয়েব সিরিজের নিয়ে রাহুল বলেছিলেন, নদিয়ার একটি মফস্সলে আশ্রয় নেন এক মাওবাদী নেত্রী। তাঁকে আশ্রয় দেন তাঁরই দলের অন্যান্য সদস্য। দিনের পর দিন ছদ্মবেশে সেখানেই থাকতে শুরু করেন মাওবাদী নেত্রী। এ দিকে, তাঁর খোঁজ পেতে মরিয়া পুলিশও। এরপরই ওই এলাকায় পাঠানো হয় স্পেশাল ব্রাঞ্চের এক অফিসারকে। এভাবেই সামনে এগিয়েছে ‘লহু’ ওয়েব সিরিজের গল্প।
আরিফিন শুভ-সোহিনী ছাড়াও এ সিরিজে অভিনয় করছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ।
ইএইচ/

