বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কথায় কথায় যৌনতা ও গালিগালাজ, ওয়েব সিরিজ প্রসঙ্গে পরেশ রাওয়াল 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ১১:৩৩ এএম

শেয়ার করুন:

কথায় কথায় যৌনতা ও গালিগালাজ, ওয়েব সিরিজ প্রসঙ্গে পরেশ রাওয়াল 

‘হেরা ফেরি ৩’থেকে সরে গিয়ে হইচই ফেলেছিলেন পরেশ রাওয়াল। সিনেমাটির অনুরাগীদের ভেঙেছিল মন। অবশ্য সম্প্রতি বাবু রাও চরিত্রে ফেরার ঘোষণা দিয়ে সিনেমাপ্রেমীদের স্বস্তি দিয়েছেন। সেইসঙ্গে করেছেন ওটিটি নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য। তার মতে যৌনতা ও গালাগাল ছাড়া কিছুই নেই ওটিটিতে।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরেশ বলেন, "এখন তো প্রায় সব সিরিজেই গালিগালাজ থাকে। কথায় কথায় যৌনতার দৃশ্য দেখানো হয়। সেটাও কোনো যুক্তি ছাড়াই। এখন মনে হয়, এটা সস্তার প্রচার কৌশল ছাড়া আর কিছুই নয়। যাতে দর্শকদের দৃষ্টি আরও আকর্ষণ করা যায়। কিন্তু দর্শকরাও এবারে বিরক্ত হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে নির্মাতারা যদি এসব বন্ধ করার কোনও উপায় না খোঁজেন, তাহলে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি।"

Paresh-Rawal-appointed-as-the-new-chairman-of-National-School-of-Drama_20250428_122927823

তিনি আরও বলেন, "সিনেমা হোক বা সিরিজের গল্পে যা আমরা সেটাই দেখাই যেটা বাস্তবে ঘটে। তবে কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটু বোধবুদ্ধি দিয়ে বিচার করা উচিৎ। সমাজের সবকিছু তো হুবহু দেখানোর প্রয়োজন নেই। কিছু জিনিস উপদেশমূলকভাবেও দেখানো যায় কিংবা ভদ্রভাবেও পরিবেশন করা যায়।"

এদিকে এর আগে ‘হেরা ফেরি ৩’-এ ফিরে আসা প্রসঙ্গে অভিনেতা বলেছিলেন, ‘এখন সব সমস্যার সমাধান হয়ে গেছে। কোনো বিতর্ক নেই। যখন দর্শক কোনো কিছু এত ভালোবাসে, তখন আমাদের দ্বিগুণ দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। আমরা দর্শকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, সেটা হালকাভাবে নেওয়া যায় না।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর