বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটিয়ে ১৯৮৬ সালে প্রথম স্ত্রী রিনা দত্তকে বিয়ে করেন। দুইজনের ভালোবাসাকে পূর্ণতা দিতে পরিবারের অমতে নিজেরা পালিয়ে বিয়ে করেছিলেন। তবে পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের জন্য আমিরের বিয়ের আনন্দ বিশাদে পরিণত হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেতা।
‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবি মুক্তির আগেই রিনা দত্তকে বিয়ে করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পালিয়ে বিয়ে করে বাড়ি ফেরার পর মনে হয়েছিল যেন কিছুই ঘটেনি।
_20250703_121159051.png)
আমিরের কথায়, ‘বাড়ি ফিরে চিন্তা করছিলাম সবাই আমাকে জিজ্ঞেস করবে সারাদিন কোথায় ছিলে? তবে বাস্তবে তা ঘটেনি। কারণ, সেই দিন বাড়ির সবাই ভারত-পাকিস্তান খেলা নিয়ে মেতেছিলেন।’
অভিনেতা জানান, তিনি যে সারাদিন বাড়িতে ছিলেন না বা বিয়ে করেছেন তা কেউ খেয়াল করেননি। আমিরের ভাষ্য, ‘রিনা ও আমার বিয়ের দিনে ভারত-পাকিস্তান খেলা ছিল। শেষ বলে পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ছয় মেরেছিলেন। সেই দিন কিন্তু ভারতই জিতছিলাম, যার ফলে আমার দিকে কেউ মন দেয়নি।’

সাক্ষাৎকারে আমির জানান, হঠাৎ করেই একবার বিমানে পাকিস্তানি ক্রিকেটারে জাভেদের সঙ্গে দেখা হয়। তখন নিজের বিয়ের কথা ভাগ করে নিয়েছিলেন আমিরের। অভিনেতা বলেছিলেন, “জাভেদ ভাই, আপনি কাজটা মোটেও ঠিক করেননি। আপনি আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন। জাভেদ জিজ্ঞাসা করেছিলেন, কীভাবে? জবাবে আমির খান বলেন, আমার বিয়ের দিন ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচের শেষ বলে ছক্কা মেরেছিলেন। ওই ছক্কা দেখে বিয়ের আনন্দ ভুলে চিন্তা পড়ে গিয়েছিলাম।’
বলে রাখা ভালো, ২০০২ সালে রিনা দত্তের সঙ্গে আমির খানের বিচ্ছেদ হয়। এই দম্পতির জুনেইদ খান এবং ইরা খান নামে দুইটি সন্তান রয়েছে।
ইএইচ/

