বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের অভিনয় ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। চলতি বছরেই ষাটতম জন্মদিন উৎযাপন করেছেন। জন্মদিনের অনুষ্ঠানে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে এনেছিলেন। এরপর বেশ সমালোচনা হয়েছিল। তবে কোনো সমালোচনায় কর্ণপাত করেন না তিনি।
এখন ব্যস্ত রয়েছেন ২০ জুন মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সিতারা জামিন পার’ প্রচার নিয়ে। ভক্তদের কাছে সিনেমা পোঁছে দিতে ছুটছেন এক রাজ্য থেকে অন্যরাজ্যে । দর্শকদের সাথে আড্ডায় মেতেছেন। যা বেশ সাড়া ফেলেছে নেটদুনিয়া। সম্প্রতি ‘সিতারা জামিন পার’ সিনেমার প্রচার অনুষ্ঠানে যোগ দিয়ে আমির খানে বলেন, ‘বিবাহিত জীবনে সফল না-ই হতে পারি। তবে বিচ্ছেদে সফল। প্রত্যেকবার শান্তিপূর্ণভাবে বিচ্ছেদ করেছি।’ অভিনেতার এই মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল।
অভিনয় ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়েও অকপটে কথা বলতে ভালোবাসেন অভিনেতা। অভিনেতার এমন মন্তব্যের পরেই বেশ গম্ভীর হয়ে যান। তিনি জানিয়েছেন, প্রত্যেক বার তার বিচ্ছেদ শান্তিপূর্ণ হলেও পরিবারের ক্ষেত্রে এই পরিস্থিতি সুখকর নয়। কেউ খুব খুশি মনে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় না।
যদিও অতীতের তিক্ত অভিজ্ঞতা প্রেমের প্রতি অভিনেতার বিশ্বাস টলাতে পারেনি। এর আগ দুটি বিয়েই ব্যর্থ। তবে ব্যক্তিজীবনে এই ভাঙাগড়া মনে ছাপ ফেলে না। এবার এক সন্তানের মা গৌরী স্প্র্যাটের সঙ্গে গভীর প্রেমে মজেছেন বলিউডে তারকা। ইদানীং বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যাচ্ছে।
ইএইচ/