রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেন মুক্তি পাচ্ছে না ‘শনিবার বিকেল’?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

কেন মুক্তি পাচ্ছে না ‘শনিবার বিকেল’

২০১৬ সালের জুলাই মাসে রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান হামলা থেকে অনুপ্রাণিত হয়ে ‘শনিবার বিকেল’ সিনেমাটি নির্মাণ করেন অন্তবর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ছবিটি নির্মাণের ছয় বছর পেরিয়ে গেলেও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। 
 
তৎকালীন সরকারের সময় চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তিতে আপত্তি আসে। সেই সময় জানানো হয় হলি আর্টিজান হামলার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। এমন আশঙ্কা থেকে আটকে দেওয়া হয় ছবিটির মুক্তি।

তবে ছবি মুক্তির ছাড়পত্র না দেওয়ায় প্রতিবাদে সরব হয়েছিলেন শোবিজ তারকারা। বিভিন্ন সময় প্রতিবাদের পর ২০২৩ সালের জানুয়ারিতে সেন্সর বোর্ডের চলচ্চিত্র আপিল কমিটি সিনেমাটি মুক্তিতে ‘বাধা নেই’ বলে জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত অজানা কারণেই বাংলাদেশে সিনেমাটি আর আলোর মুখ দেখেনি।

saturday-afternoon-farooooki

এখন রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকের মনে প্রশ্ন, ফারুকী এখন নিজে সরকারে থাকার পরও ‘শনিবার বিকেল’ কেন আলোর মুখ দেখছে না। 

এদিকে গত ১৯ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সনদ পেয়েছে ৯৪টি চলচ্চিত্র। বর্তমান চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে সনদ গ্রহণের জন্য কোনো চলচ্চিত্রের আবেদন অপেক্ষমাণ নেই।


বিজ্ঞাপন


‘শনিবার বিকেল’ সিনেমাটি ছাড়পত্র পেয়েছে কি না, জানতে চাইলে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আবদুল জলিল গণমাধ্যমকে বলেন, “শনিবার বিকেল’ সিনেমার ছাড়পত্রের জন্য প্রযোজকের দিক থেকে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।”

ছাড়পত্রের বিষয়ে জানতে ‘শনিবার বিকেল’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে ফোন করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি পরে আর সেন্সরের জন্য জমা দেওয়া হয়নি।’ কেন জমা দেওয়া হয়নি এ প্রশ্নের জবাবে তিনি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কথা বলতে বলেন। 

19e9efd630eeff1653c91063dd324d2b3238155377912283

সিনেমা মুক্তি দেওয়ার এখতিয়ার তো প্রযোজকের, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে আব্দুল আজিজ তখনও সংস্কৃতি উপদেষ্টার নাম করেই বলেন, ‘ফারুকী ভাইয়ের সঙ্গে কথা বললে জানতে পারবেন।’

সিনেমাটি মুক্তিতে ফারুকীর হয়ে বিভিন্ন সময় প্রতিবাদে সরব ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। সিনেমাটি এখন কেন মুক্তি পাচ্ছে না, এ বিষয়ে তিনিও কোনো তথ্য জানাতে পারেননি। গণমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমাটি এখনও কেন মুক্তি পাচ্ছে না, তা আমার জানা নেই।’

কবে মুক্তি পেতে পারে ‘শনিবার বিকেল’? এমন প্রশ্নের কোনো উত্তর দেননি সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর