শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

এই শর্তে মুক্তি পাবে ‘শনিবার বিকেল’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

এই শর্তে মুক্তি পাবে ‘শনিবার বিকেল’

গুলশানের হলি আর্টিজানের ঘটনার ওপর নির্মিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ কয়েক বছর ধরে নিষিদ্ধাদেশ মাথায় নিয়ে ঘুরছিল। এবার ছবিটির প্রতি সদয় হলো সেন্সর বোর্ড। তবে বেঁধে দিল কিছু শর্ত।  ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে হলে মানতে হবে কিছু শর্ত।  সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমরা ছবিটি ছেড়ে দিয়েছি মুক্তির জন্য। শর্ত সাপেক্ষে ‘শনিবার বিকেল’ মুক্তিতে আর বাধা নেই। শর্তটি হলো, ছবির শুরুতে একটি ডিসক্লেইমার দিতে হবে। যেখানে লেখা থাকবে- এটি হোলি আর্টিজান সংশ্লিষ্ট কোনো ঘটনা অবলম্বনে নয়।


বিজ্ঞাপন


আজ শনিবার ছবিটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয়। এদিন সিনেমার নির্মাতা–প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা এরপর তারা মতামত দেন শর্তসাপেক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাধা নেই।

মোস্তফা সরয়ার ফারুকী ঢাকা মেইলকে বলেন, ‘আমরা এখনও কোনো চিঠি পাইনি সেন্সর বোর্ড থেকে। তবে পত্রিকা মারফত শুনেছি তাদের আপত্তি নেই ছবিটির মুক্তিতে। চিঠি পেলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’

মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি ও সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠন করা হয়েছিল সাত সদস্যের সেন্সর আপিল কমিটি। সাংসদ ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, অভিনেত্রী সুচরিতা ও সাংবাদিক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্যসচিব হিসেবে ছিলেন।

‘শনিবার বিকেলে’ অভিনয় করেছেন বেশ কয়েকটি দেশের অভিনয় শিল্পী। এদের মধ্যে রয়েছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।


বিজ্ঞাপন


আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর