রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেফালির মৃত্যুতে যা বললেন প্রাক্তন স্বামী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

শেফালির মৃত্যুতে যা বললেন প্রাক্তন স্বামী 

মাত্র ৪২ বছরে জীবনের লেনাদেনা চুকিয়ে চলে গেছেন ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা। তার আকস্মিক মৃত্যুতে যখন শোকাহত গোটা বলিউড। শোক প্রকাশ করেছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী হরমিত সিংও। সামাজিক সামাজিক মাধ্যমে করেছেন স্মৃতিচারণ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেফালির মৃত্যুর খবর শুনে ইনস্টাগ্রামে শোক প্রকাশ করেন হরমিত। তিনি লেখেন, ‘শেফালি জারিওয়ালার আকস্মিক ও অকাল মৃত্যুর খবরে আমি বিধ্বস্ত এবং বিশ্বাস করতে পারছি না। আমরা একসঙ্গে চমৎকার সময় কাটিয়েছি, এটা এমন একটা সময় যা সবসময় আমার হৃদয়ের কাছাকাছি থাকবে।’


বিজ্ঞাপন


হরমিত জানান, বিচ্ছেদের পর কোথাও বা কোনো ইভেন্টে দেখা হলে হাসিমুখে কথা বলতেন দুজন। উদাহরণস্বরুপ বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন। এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে আছে, দুই-তিন বছর আগে আমি বাংলাদেশে একটি শো করতে গিয়েছিলাম। সানি লিওন, শেফালি আর আমি প্রাইভেট প্লেনে ফিরে এসেছিলাম। সেদিন আমি ও শেফালি মুখোমুখি বসে অনেকক্ষণ গল্প করেছিলাম।’

শেফালির সঙ্গে হরমিত বিয়ের পিঁড়িতে বসেন ২০০৫ সালে। তবে বেশিদিন টেকেনি সে সংসার। ২০০৯ সালে বিচ্ছেদ হয় তার। বর্তমানে হরমিত লন্ডনে বাস করছেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর