সম্প্রতি একটি গণমাধ্যমের লাইভ টক শোতে শাকিব খানের নামের আগে ব্যবহার করা মেগাস্টার শব্দটি নিয়ে জোরালোভাবেই আপত্তি জানান জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ওই সাক্ষাৎকারে উঠে আসে আয়ের দিক থেকে ‘উৎসব’ সিনেমা ‘তাণ্ডব’কে ছাড়িয়ে যাওয়ার বিষয়টি। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শাকিব খানকে ঘিরে প্রচলিত বিশেষ ট্যাগ নিয়ে জাহিদ হাসান বলেন, ‘শাকিবের নামের আগে মেগাস্টার শব্দটা কানে লাগে।’
জাহিদ হাসানের কথায় , “আমাদের এখানে ‘তাণ্ডব’ সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাঁকে শুধু শাকিব খান বলা হয় না। বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাঁকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তাঁর জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে মেগাস্টার শব্দটা কানে লাগে।”

জাহিদ হাসানের মন্তব্যটি ভালোভাবে নেননি শাকিব ভক্তরা। ফেসবুকে বিভিন্ন গ্রুপে জাহিদ হাসানকে রীতি মতো ধুয়ে দিচ্ছেন শাকিবিয়ানরা। সামাজিক মাধ্যমে শাকিবের এক ভক্ত লিখেছেন, ‘জাহিদ হাসান নিজেকে টম ক্রুজ মনে করেন।’ অন্য একজন লিখেছেন, ‘বাংলাদেশে অগণিত জাহিদ হাসান আছে। কিন্তু শাকিব খান একটাই। এজন্যই তিনি মেগাস্টার।’
শাকিবকে নিয়ে করা মন্তব্যের বিষয় জানতে জাহিদ হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, ব্যস্ততার অজুহাত দিয়ে ফোনটি কেটে দেন তিনি।
ইএইচ/

