বাংলা সিনেমায় খুব কম নায়িকাই আছেন, যারা আবেগে ভাসাতে পেরেছেন দর্শকদের। হাতে গোনা এমন কয়েকজন অভিনেত্রীর মধ্যে একজন শাবনূর। অনেক বছর হলো পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বাস করছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা। সময় পেলে মাঝে মধ্যে দেশে আসেন তিনি।
এদিকে শাবনূরের অভিনয়ে মুগ্ধ ভক্তরা জানতে পেরেছেন প্রিয় তারকার আরও একটি গুনের কথা। বাস্তবে তিনি একজন মহৎ হৃদয়ের অধিকারী। অসহায় দুস্থদের খালি হাতে ফেরান না তিনি। শাহরিয়ার নাজিম জয়ের এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছিলেন অভিনেত্রী।
বিজ্ঞাপন
সম্প্রতি ওই অনুষ্ঠানের ছোট একটি অংশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে শাবনূরকে জয় প্রশ্ন করেন, আপনার মধ্যে মানুষকে সাহায্য করার কোনো মনমানসিকতা আছে কিনা?

জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় মানুষকে কিছু না কিছু দিতেই থাকি। দেখা যায় একজন গরীব মানুষ আমার কাছে এলো তার চোখ অপারেশন করা দরকার । আমি তার অপারেশনের ব্যবস্থা করে দেই। এর আগেও করেছি। আমার বাসায় রেখে চোখের অপারেশন করিয়েছি। আমি মানুষকে এমনভাবে সাহায্য করি যাতে সে ওইটা নিয়ে সারাজীবন চলতে পারে।’
বিজ্ঞাপন
বলে রাখা ভালো, গত বছর পরিচালক আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ সিনেমার মধ্যে দিয়ে আবারও পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন অভিনেত্রী। তবে অর্ধেকের বেশি শুটিং শেষ করে আবারও অস্ট্রেলিয়ায় চলে যান। এরমধ্যে কেটে গেছে ১৪ মাস। সম্প্রতি ‘রঙ্গনা’ সিনেমার পরিচালক জানিয়েছেন খুব শিগগিরই দেশে ফিরবেন শাবনূর এবং ছবির বাকি আংশের কাজ শেষ করবেন।
ইএইচ/

