শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রেম ভেঙে গেলে বাথরুম পরিষ্কার করি: আদিত্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ১০:৪৫ এএম

শেয়ার করুন:

প্রেম ভেঙে গেলে বাথরুম পরিষ্কার করি: আদিত্য

এক যুগের বেশি সময় পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘লাইফ ইন আ মেট্রো’ সিনেমার সিক্যুয়েল ‘মেট্রো ইন দিনো’। এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সারা আলি খান ও আদিত্য রায় কাপুর। আগামী ৪ জুলাই মুক্তির প্রতিক্ষায় রয়েছে সিনেমাটি। 

মুক্তির আগে আট ঘাট বেঁধে প্রচারণায় নেমেছেন ছবির অভিনয় শিল্পীরা। ভারতের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াছেন আদিত্য-সারা। সম্প্রতি আসন্ন সিনেমার প্রচরণার অংশ হিসেবে এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন আদিত্য রায় কাপুর। এ সময় খোলামেলা আলাপকালে অভিনেতার ব্যক্তিগত জীবন, প্রেম ও বিচ্ছেদের অভিজ্ঞতা ভাগ করেন।

60357188_1004509553090612_1496133990497648640_n

প্রেমে ব্যর্থ হলে কী করেন অভিনেতা? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, প্রেমে ভেঙে গেলে নিজের ঘর গোছাতে ব্যস্ত থাকেন। অদিত্যর কথায়, ‘আমি দাবা খেলি অথবা বাথরুম পরিষ্কার করি। যেভাবেই হোক নিজেকে যেকোনো কাজে ব্যস্ত রাখি। 

‘মেট্রো ইন দিনো’ ছবিতে এক আধুনিক শহুরে প্রেম এবং সম্পর্কের জটিলতার গল্প তুলে ধরা হয়েছে। সিনেমার গল্প প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘বর্তমান সময়ে আমাদের সম্পর্কগুলো অনেকটাই মোবাইল ওপর নির্ভর হয়ে পড়েছে। আগেকার দিনের মতো যোগাযোগ অনেকটাই হারিয়ে গেছে।’

60605104_1004500656424835_5416453037319258112_n

সম্পর্ক বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে অভিনেতা বলেন, ‘সম্পর্ক মানে শুধুই প্রেম নয়। বন্ধু, পরিবার, ভাইবোন সবকিছু মিলিয়েই জীবন। বর্তমানে সমাজে প্রচলিত সিচুয়েশনশিপ বা অন্যান্য নতুন সম্পর্কের সংজ্ঞার সাথে তেমন একটা পরিচিত নয়। সম্পর্ক যত সহজভাবে নেওয়া যায়, ততই ভালো।’

বলে রাখা ভালো, ‘মেট্রো ইন দিনো’তে আদিত্য-সারা ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের , নীনা গুপ্ত , কঙ্কনা সেন শর্মা , পঙ্কজ ত্রিপাঠী , আদিত্য রায় কাপুর , সারা আলি খান , আলী ফজল এবং ফাতিমা সানা শেখ প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ বসু। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর