রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন, অভিষেক বললেন কোনো সমাধান হবে না 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

ঐশ্বরিয়া সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন, অভিষেক বললেন কোনো সমাধান হবে না 

ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ গুঞ্জন যেন থামছেই না। মাঝে কদিন নিস্তেজ থাকলেও ফের মাথাচাড়া দিয়েছে। বিষয়টি নিয়ে আহত অভিষেক বচ্চন। মুখ খুললেন ভারতীয় সংবাদমাধ্যমের কাছে।

সম্প্রতি নিজের নাম থেকে স্বামীর পদবী সরিয়েছেন ঐশ্বরিয়া। এতেই নড়েচড়ে বসেছেন নেটিজেনরা। সঙ্গে ঘাটা হচ্ছে পুরনো কাসুন্দি। শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে মনোমালিন্যের বিষয়টি উঠে আসছে।

image_45048_1701657004_20240811_115607946_20241031_122425644_20241031_151814123_20250619_114716116

এদিকে রাই সুন্দরীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে যেখানে সেখানে প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিষেককে। বিষয়টি এতদিন পাত্তা না দিলেও আজকাল আহত করে তাকে। সেইসঙ্গে হতাশ। 

অভিষেকের কথায়, ‘আগে যখন এগুলো নিয়ে কথা হত পাত্তা দিতাম না। এখন খারাপ লাগে কারণ আমার একটা পরিবার আছে।’

aishwarya-rai-abhishek-bachchan-1729510663_20241024_131138072_20241031_122540921

অভিষেক মনে করেন তার ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবন নিয়ে এই কাটাছেড়ার কোনো শেষ নেই। অভিনেতার ভাষ্য, ‘আমি যতই সবটা পরিষ্কার করি না কেন, কোনো সমাধান হবে না। আমি যা-ই বলব সত্যির বদলে লোক তথ্য বিকৃত করবে। কারণ নেতিবাচক খবরই বিক্রি হয়। তাই এখন ভাবি আমার জীবন যারা বাঁচছেন না, তাদেরকে উত্তর দেওয়ার দায়ও আমার নেই।’

ঐশ্বরিয়া রাই বচ্চন পরিবারের বউ হন ২০০৭ সালে। প্রথম দিন থেকেই স্বামী অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের সঙ্গে। হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এরপর দীর্ঘ সময় দুজনে এক ছাদের নিচে থাকলেও বিচ্ছেদের গুঞ্জন পিছু ছাড়ছে না তাদের। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর