শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ১১:৫৭ এএম

শেয়ার করুন:

মরে গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী

মারা গেলেন কিংবদন্তি অপেরা সংগীতশিল্পী স্টুয়ার্ট বারোজ। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিতায় ভুগছিলে তিনি। গতকাল রোববার (২৯ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। জনপ্রিয় এই সংগীতশিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে মার্ক।   

সামাজিকমাধ্যমে একটি পোস্টে বাবার মৃত্যুর সংবাদ জানিয়ে মার্ক লেখেন,‘তার মৃত্যুতে আমি বাকরুদ্ধ। আমি তাকে কতটা মিস করব তা ভাষায় প্রকাশ করা সম্ভাব না। মানুষটি শুধু গান গাইতেই ভালোবাসতেন।’

28595e90-54fd-11f0-aec6-6ba2bc73f454.jpg

বারোজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী কিম হাওয়েলস। তিনি বলেন, ‘স্টুয়ার্ট বারোজের কণ্ঠে অসাধারণ যাদু ছিল। তিনি শুধু একজন গায়কই ছিলেন না, একজন অসাধারণ মানুষও ছিলেন। যিনি সাউথ ওয়েলসের একটি গ্রাম থেকে উঠে এসেছিলেন। এটি এমন একটি গ্রাম যেখান থেকে বহু প্রতিভাবান রাগবি খেলোয়াড় এবং রাজনীতিবিদ উঠে এসেছেন। আমরা একজন মহান মানুষকে হারিয়েছি। আমি তার পরিবারকে সমবেদনা জানাই।’ 

১৯৩৩ সালে যুক্তরাজ্যের ওয়েলসের রনদা সাইনন ট্যাফ অঞ্চলের সিলভিনিদে জন্মগ্রহণ করেন স্টুয়ার্ট বারোজ। ১৯৬৩ সালে ওয়েলস ন্যাশনাল অপেরার সঙ্গে প্রথমবার পারফর্ম করেন। এরপর তিনি ইতালির বিখ্যাত ‘লা স্কালা’তে এবং নিউ ইয়র্কের মেট্রোপলিটন অপেরা হাউসে ১২টি মৌসুমে অপেরা সংগীত পরিবেশন করেন।

opera_g

বারোজ ১৯৮১ সালে ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে অনারারি ডক্টরেট অর্জন করেন। ১৯৮৯ সালে ট্রিনিটি কলেজ কারমারথেন থেকে ফেলোশিপ এবং অ্যাবেরিস্টউইথ ইউনিভার্সিটি থেকে অনারারি ফেলোশিপ লাভ করেন।

সংগীতে অসামান্য অবদানের জন্য ২০০৭ সালে ব্রিটিশ রাজপরিবারের অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) সম্মাননা পান।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর