রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বয়স কমানোর ওষুধে মৃত্যু শেফালির! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০১:১০ পিএম

শেয়ার করুন:

বয়স কমানোর ওষুধে মৃত্যু শেফালির! 

শোবিজে টিকে থাকতে বাহ্যিক সৌন্দর্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেকারণে তারকাদের অনেকেই নিজেকে ফিট রাখতে যেমন ব্যায়ামাগারে ঘাম ঝরান তেমনই বয়সের ছাপ অদৃশ্য রাখতে নির্ভর করেন ওষুধের ওপর। সদ্য প্রয়াত শেফালি জারিওয়ালাও ব্যতিক্রম ছিলেন না। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যৌবন ধরে রাখতে বিশেষ চিকিৎসা করাচ্ছিলেন শেফালি। বছর খানেক ধরে নাকি নিচ্ছিলেন এই ‘অ্যান্টি অ্যাজিং’ চিকিৎসা। কারও কারও ধারণা বয়স কমানোর ওষুধ-ই কি তার মৃত্যুর কারণ।

jarioala

বলিউড সূত্রে খবর, বিগত পাঁচ-ছয় বছর ধরে শেফালি যে চিকিৎসা করাচ্ছিলেন, সেটা বার্ধক্য পিছিয়ে দিতে সাহায্য করে। বয়স লুকাতে এহেন ট্রিটমেন্ট তারকাদের কাছে ডালভাত। 
জানা গেছে, শেফালি ত্বককে আরও উজ্জ্বল করতে ও বার্ধক্য দূর করতে এই চিকিৎসা করাচ্ছিলেন। এই চিকিৎসায় ভিটামিন সি ও গ্লুটাথিয়নের মতো উপকরণ থাকে। গ্লুটাথিয়ন এমন এক ধরনের ড্রাগ, যা শরীরকে ডিটক্সিফাই করার পাশাপাশি ত্বককেও ফর্সা করে। যদিও চিকিৎসকদের মতে, হৃদযন্ত্রের ওপর সরাসরি কোনো প্রভাব ফেলে না গ্লুটাথিয়ন। এটা এক ধরনের কসমেটিক ট্রিটমেন্ট। কিন্তু শেফালির মৃত্যুর পর অনের সন্দেহ, বয়স কমাতে গিয়ে-ই মৃত্যু হলো তার। 

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি। এ সময় তাড়াহুড়া করে হাসপাতালে নেওয়া হয় তাকে। জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

jari

শোবিজে শুরুর দিকে মডেলিং করতেন জারিওয়ালা। ৩৫টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। বলিউডে তার অভিষেক হয় ২০০৪ সালে। ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে ক্যামিও-র মাধ্যমে এই পথচলা শুরু হয় তার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর