কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার ২৬ জুন রাতে। তবে গতকাল শনিবার হঠাৎ করেই অন্তর্জালে ওই নারীকে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। ভুক্তভোগী নারীকে নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধান।
আজ রোববার (২৯ জুন) সামাজিক মাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী দাবি করেন যারা ধর্ষণের মতো ভয়াবহ বিষয় সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তাঁরাও অপরাধী। তাঁদেরও শাস্তির দাবি তুলেছেন তিনি।
বিজ্ঞাপন
ওই পোস্টে বাঁধন লিখেছেন, ‘ধর্ষণ একটি ভয়ানক অপরাধ। কিন্তু এই দেশে এটা যেন স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে। মানুষ তখনই প্রতিবাদ করে, যখন কোনো ভয়ানক ঘটনা ভাইরাল হয়। একটা ভিডিও, খবরের ক্লিপ বা পোস্ট। কোনো ঘটনা ভাইরাল হলে হঠাৎ সবাই রেগে যায়। কিন্তু সেটাও খুব অল্প সময়ের জন্য। তারপর আবারও সবাই নিজের মতো চলতে থাকে।’
অভিনেত্রী যোগ করেন, ‘সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে সামনে চলে যায়। আগের ঘটনা ভুলে যায়। কারণ, প্রতিদিনই তো কোনো না কোনো নতুন কাণ্ড, নতুন স্ক্যান্ডাল ঘটে। একজন নারীর যন্ত্রণা ভাইরাল কনটেন্ট হয়ে দাঁড়ায়।’
তিনি আরও লিখেছেন, ‘কেন আমরা ধর্ষণের মতো ভয়াবহ বিষয়কে একটা খবরের মতো ট্রিট করি, সংকটের মতো না? কেন এটা স্বাভাবিক হয়ে গেল? আরও ভয়াবহ হচ্ছে, কেউ কেউ এই অপরাধের ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। যেন সেটা বিনোদনের কিছু! যারা ভিডিও ছড়িয়ে দেয় তারা নির্দোষ নয়। তারাও অপরাধী। তাঁদেরও শাস্তি হওয়া উচিত।’
সবশেষে বাঁধন লিখেছেন, ‘আমি ভেঙে পড়েছি। আমি রাগান্বিত। আর হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। কারণ, আমি একজন নারী। আমি কোথাও নিরাপদ বোধ করি না। না বাস্তব জীবনে, না অনলাইনে। ধর্ষণ কোনো কনটেন্ট নয়। মানসিক যন্ত্রণা কোনো ড্রামা নয়। এভাবে চলতে পারে না।’
ইএইচ/

