রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের এক হচ্ছেন মালাইকা-অর্জুন!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

ফের এক হচ্ছে মালাইকা-অর্জুন!

গত বছর বলিউড অভিনেতা অর্জুন কাপুরের জন্মদিনের আগে গুঞ্জন ওঠে মালাইকা অরোরা সঙ্গে বিচ্ছেদের। বিষয়টি মালাইকার ম্যানেজার গুজব বলে উড়িয়ে দিলেও অভিনেতা বলেছিলেন তিনি সিঙ্গেল। এরইমধ্যে কেটে গেছে এক বছর। গুঞ্জনের পর থেকে আগের মতো একসঙ্গে দেখা যায় না তাদের। যা নিয়ে চর্চাও কম হয়নি। বিচ্ছেদের এক বছরের মাথায় ফের এক হচ্ছে মালাইকা-অর্জুন!  

আজ বৃহস্পতিবার অর্জুন কাপুরের ৪০তম জন্মদিন। অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে মালাইকা। অভিনেত্রীর শুভেচ্ছা বার্তার পর আবারও প্রেমের গুঞ্জন নেটদুনিয়ায়। কারণ, গত বছর বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে অর্জুনের জন্মদিনের শুভেচ্ছা জানানি অভিনেত্রী। এমনকি অভিনেতার জন্মদিনের পার্টিতে ছিলেন না মালাইকা। 

malika_jj

অভিনেতার একটি বুমেরাং ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন মালাইকা। যেখানে দেখা যায় বিদেশের রাস্তায় খোশমেজাজে লম্ফঝম্ফ করছেন অর্জুন। সঙ্গে অভিনেত্রীর শুভেচ্ছাবার্তা, ‘শুভ জন্মদিন অর্জুন কপূর’। এর সঙ্গে সুরার গ্লাসের ইমোজি এবং একটি হৃদয়ের ইমোজি দিয়েছেন।

এদিকে গত ১৫ জুন সামাজিকমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নেন মালাইকা। ছবিতে দেখে যায় বাড়ির বারান্দায় বসে রোদস্নান করছেন। তার পোষ্যকেও দেখা যায় ছবিতে। পাশাপাশি ভালোবাসা নিয়ে কবি রুমির লেখা একটি উক্তিও তুলে ধরেন অভিনেত্রী। যেখানে লেখা, ‘আমি তোমাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসব না। কারণ বুদ্ধিভ্রম হতে পারে। আবার হৃদ্‌স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। আমি তোমাকে আমার আত্মা দিয়ে ভালোবাসব।’ 

arjun_20250112_113508979_20250202_124526857_20250616_101336547

ওই পোস্টে অর্জুন কাপুরকে প্রতিক্রিয়া করতে দেখা যায়। এরপরই গুঞ্জন ওঠে সবকিছু ভুলে আবারও মালাইকার প্রেমে মজেছেন অভিনেতা। সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন মালাইকা।    

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর