রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শোনা যাবে না অমিতাভের কণ্ঠ, সিদ্ধান্ত ভারত সরকারের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

শোনা যাবে না অমিতাভের কণ্ঠ, সিদ্ধান্ত ভারত সরকারের

বলিউড মহাতারকা অমিতাভ বচ্চনের কণ্ঠ আর শোনা যাবে না। এরকমই সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

একটু খোলাসা করা যাক। ফোনে কলার টিউনের মাধ্যমে সাইবার অপরাধ সম্পর্কে মানুষকে সতর্ক করতে অমিতাভের রাশভারী কণ্ঠ ব্যবহার করেছিল ভারত সরকার। কাউকে ফোন করলেই শোনা যেত সচেতনতামূলক বার্তা। এখন থেকে তা আর শোনা যাবে না।

153138_2

এদিকে বিগ-বির কণ্ঠে যে সবাই সন্তুষ্ট ছিল ব্যাপারটা তা-ও না। মাঝে মাঝেই নেটিজেনরা এ নিয়ে বিরক্তি প্রকাশ করতেন সোশ্যাল মিডিয়ায়। কোনো জরুরি অবস্থায় ফোন করার সময়ও এই কণ্ঠ বিরক্ত করে বলে দাবি করেন তারা।

এ নিয়ে অমিতাভকে কটাক্ষের শিকারও হতে হয়েছে। করতে হয়েছে নেটিজেনদের সঙ্গে বাদানুবাদ। কদিন আগে এক্স হ্যান্ডেলে অমিতাভ তার একটি পোস্টে লিখেছিলেন, “হ্যাঁ, আমিও একজন প্রশংসক।” জবাবে এক নেটাগরিক কটাক্ষ করে বলেন, “এবার তা হলে ফোনে একই জিনিস বলা বন্ধ করুন।” বিগ বি ওই নেটিজেনকে পরামর্শ দিয়েছিলেন সরকারকে বিষয়টি জানাতে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর