শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হার্দিকের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন এশা গুপ্তা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

হার্দিকের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন এশা গুপ্তা

২০১৮ সালে গুঞ্জন উঠেছিল বলিউড অভিনেত্রী এশা গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় হার্দিক পান্ডিয়া। সে সময় একসঙ্গে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছিল। গুঞ্জনের মধ্যেই হার্দিক বিয়ে করেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে। 

হার্দিকের বিয়ের আগে এশার সঙ্গে সম্পর্কে থাকলেও কেন তাঁরা বিয়ে করেননি তা নিয়ে প্রশ্ন রয়েছেন অনুরাগীদের মনে। দুইজনের প্রেমের গুঞ্জনের প্রায় আট বছর পর মুখ খুলেছেন অভিনেত্রী।

Esha-Hardik

দুইজনের মধ্যে কখনও কোনো সম্পর্ক ছিল কি না? এমন প্রশ্নের জবাবে এশা গুপ্তা বলেন, ‘হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই আমদের মধ্যে কথা হয়েছিল। তবে আমার মনে হয় না আমরা প্রেম করছিলাম। শুধুমাত্র কয়েক মাস কথা হয়েছিল। এটা সত্য যে আমরা সেই পর্যায়ে ছিলাম যেকোনো মুহূর্তেই আমাদের সম্পর্কে গড়ে উঠতে পারত। তাই ডেটিং-ডেটিং ছিল না। দুই-একবার দেখা হয়েছে, ব্যস।’

হার্দিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা ছিল কিনা তাও জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘হয়তো এমনটা হতে পারত। কিন্তু আমার মনে হয় না এটা হওয়ার ছিল।’ তাঁদের সম্পর্ক কীভাবে ভেঙেছিল সে বিষয়েও কথা বলেছেন অভিনেত্রী। এশা বলেন, ‘আমরা দ্রুতই বুঝতে পেরেছিলাম আমাদের মধ্যে তেমন মিল নেই। আর সবারই আলাদা একটা পছন্দ আছে। লাইমলাইটের চেয়ে আমি পরিবার ও বাস্তব জীবন বেশি পছন্দ করি। অবশ্যই আমি আমার কাজকে ভালোবাসি। ক্যামেরা না থাকলে এশা গুপ্তা থাকত না।’

Esha_hardiyjj

অভিনেত্রী ওই সাক্ষাৎকারে যোগ করেন, ‘দিন শেষে বাসায় গিয়ে মাকে জিজ্ঞেস করতে ভালো লাগে কী হচ্ছে? বকুনি খেতে ইচ্ছে করে। আমার এসবই ভালো লাগে। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 'ওহ মাই গড' কর‍তে পারি না। আমার স্বামী কতটা সুদর্শন তার প্রশংসা করতে পারি না।’ 

সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি না যে সে আমার মতো চিন্তা করত। তাই সম্পর্ক অগ্রসর হয়নি। এমন নয় যে তার বা আমার মধ্যে কিছু ঘাটতি ছিল। আমরা খুব আলাদা ছিলাম। এক বা দুই মাসের মধ্যে দুইজনেই বুঝতে পেরেছিলেন, আমি তার টাইপ নই। আমিও বুঝতে পেরেছিলাম তিনি আমার মত নন।’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর