শরীরে অতিরিক্ত পোশাক রাখাটাই যেন বড্ড ঝক্কির বিষয়। আকর্ষনীয় ফিগারে একে অপরকে সর্বদাই টেক্কা দিচ্ছেন বলি তারকারা। সেই তালিকায় রয়েছেন এষা গুপ্তা। সম্প্রতি উত্তেজক পোশাকে নেটদুনিয়ায ঝড় তুললেন তিনি। মুহূর্তের মধ্যে শরীরী ভাঁজে আগুন জ্বালিয়ে দিয়েছেন। তার হট মুভসে যেমন পাগল হয়েছেন ভক্তরা, তেমনই ধেয়ে এসেছে চরম কটাক্ষ।
সামাজিক মাধ্যমে এশা কতটা অ্যাক্টিভ তা কম-বেশি সকলেই জানেন। হামেশাই নিজের ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইতে একটি ইভেন্টের জন্য হাজির হয়েছিলেন তিনি। তাকে দেখেই ভিড় জমান পাপারাৎজিরা। সাদা রঙের বডিকন পোশাকে এষাকে দেখেই চোখ সরাতে পারছিলেন না। ভিডিও ভাইরাল হতেই লাইক ও কমেন্টে ভরে গেছে।
বিজ্ঞাপন
এষার ভাইরাল হওয়া ভিডিও দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। অন্তর্বাস ছাড়াই কি প্রকাশ্যে বেরিয়েছেন এষা? উঠছে একাধিক প্রশ্ন ৷ নেটিজেনদের একজন বলেছেন, বাড়ি থেকে বেরোনোর সময় কি আয়না দেখেন না? নাকি পুরোটাই অ্যাটেনশন পাওয়ার জন্য? কেউ আবার লিখেছেন, এষার উপস মোমেন্ট। নেটিজেনদের একজন বলেছেন, লজ্জা করো। কেউ কেউ আবার তার ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন তাকে আবার উরফির সঙ্গে তুলনা টেনে কমেন্টে লিখেছেন, যেটা উরফি জাভেদ দেখান না, সেটাই তিনি দেখাচ্ছেন। উরফি তো ওনার চেয়ে অনেক বেশি শালীন।
এ ধরনের একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। তবে কারও মন্তব্যেরই জবাব দেননি এষা। অভিনেত্রীর জনপ্রিয়তাও দিন দিন আকাশছোঁয়া। তবে বলিউডে সিনেমায় এখন আর অত বেশি দেখা না গেলে তার সাফল্য কিছু কম নয়। ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে শেষবারের মতো ‘আশ্রম থ্রি’তে দেখা গিয়েছিল তাকে।

